ঈদ দরজায় কড়া নাড়ছে, আর তার আগেই রাজধানীর শপিংমলগুলো পরিণত হয়েছে জনস্রোতে। সরকারি ছুটির দিনে সকাল থেকেই বিপণিবিতানগুলোতে ছিল উপচে পড়া ভিড়। ব্যস্ততার কারণে যারা আগে কেনাকাটা করতে পারেননি, তারা এখন শেষ সময়ে পরিবারের সঙ্গে মার্কেটে ছুটছেন। বিশেষ করে কাপড়, জুতা, গহনা ও কসমেটিকসের দোকানে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
শপিংমল ঘুরে দেখা গেছে, ছুটির দিন হওয়ায় সবাই কেনাকাটায় মনোযোগী হয়েছেন। পরিবারের সদস্যদের সঙ্গে মিলেমিশে ঈদের প্রস্তুতি নিতে ছুটির দিনকেই বেছে নিয়েছেন বেশিরভাগ মানুষ। অন্যদিকে, বিক্রেতারা বলছেন, দিন শেষে বেচাকেনা জমে উঠেছে এবং শুরুর দিকে ব্যবসায় যে ধীরগতি ছিল, সেটি এখন কাটিয়ে উঠছেন তারা। শেষ মুহূর্তের কেনাকাটায় বিক্রি কয়েকগুণ বেড়ে গেছে বলে জানাচ্ছেন দোকানিরা।
বরাবরের মতো এবারও শেষ দিনগুলোতে রাত পর্যন্ত খোলা রাখা হচ্ছে শপিংমল ও বাজারগুলো। এতে সকাল থেকে রাত পর্যন্ত নিরবচ্ছিন্ন কেনাকাটার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। ব্যবসায়ীরাও আশা করছেন, শেষ সময়ে বেচাকেনার এই চাপ তাদের ঈদবাজারকে আরও চাঙা করে তুলবে।