• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আবারো উত্তাল শাহবাগ

দখিনের সময়
প্রকাশিত মে ৯, ২০২৫, ২০:০৮ অপরাহ্ণ
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আবারো উত্তাল শাহবাগ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ফের রাজপথ উত্তপ্ত হয়ে উঠেছে শাহবাগে। শুক্রবার (৯ মে) বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টালের পাশ থেকে একটি বিক্ষোভ মিছিল শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান নিলে সেখানে সৃষ্টি হয় এক বিক্ষুব্ধ পরিস্থিতি। আন্দোলনকারীদের কণ্ঠে ছিল পরিচিত স্লোগান—“ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগ ব্যান করো”, “আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে”, “আজাদী আজাদী”, “লীগ ধর, জেলে ভর”—যা স্মরণ করিয়ে দেয় ২০২৪ সালের ‘জুলাই আন্দোলনের’ জ্বলন্ত রাজপথের চিত্র। অবরোধের ফলে আশপাশের সায়েন্সল্যাব, বাংলামোটর ও টিএসসি এলাকার সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
সমাবেশ ও অবস্থানে সরব উপস্থিতি ছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াত-শিবির, হেফাজত, গণঅধিকার পরিষদ এবং এবি পার্টির নেতাকর্মীদের। এনসিপির দুই মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম, ছাত্র আন্দোলনের সমন্বয়ক তালাত মাহমুদ রাফিসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা বক্তব্য দেন ও অবস্থান নেন। তারা জানান, আওয়ামী লীগকে ‘রাষ্ট্রবিরোধী অপরাধে’ নিষিদ্ধ না করা পর্যন্ত এই কর্মসূচি চলবে। তাদের হাতে থাকা পোস্টার ও ফেস্টুনেও একই দাবি। পুলিশ বলেছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে, এবং পর্যাপ্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।
২০২৪ সালের জুলাইয়ে ছাত্র ও নাগরিক আন্দোলনের মাধ্যমে জন্ম নেওয়া গণপ্রতিরোধই ছিল এই বিক্ষোভের মূল অনুপ্রেরণা। সেই আন্দোলনের ফলেই গঠিত হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। তবে আওয়ামী লীগের ‘সংগঠিত অপরাধ ও গণহত্যার’ দায়ে এবার সরাসরি দল নিষিদ্ধ করার দাবি তোলা হয়েছে। আন্দোলনকারীদের ভাষায়, “শুধু সরকার নয়, গোড়া থেকেই পরিবর্তন চাই।” রাজনৈতিক পালাবদলের এই নতুন ধারা এখন আর কেবল সরকারবিরোধী নয়—এটা দলবিরোধী, নীতিবিরোধী ও বিভাজনবিরোধী আন্দোলনে রূপ নিচ্ছে।