শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে টুইস্ট আনতে পারে বাংলাদেশ
দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২৫, ২০:০৯ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
মাত্র এক দিনের ব্যবধানেই পাল্টে গেল সম্পর্ক। আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার জয়ে উল্লাসে মেতেছিল গোটা বাংলাদেশ, কারণ সেই জয়েই সুপার ফোর নিশ্চিত হয়েছিল টাইগারদের। অথচ আজ (২০ সেপ্টেম্বর) সেই লঙ্কানরাই বাংলাদেশের প্রতিপক্ষ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সুপার ফোরের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। গ্রুপ পর্বে শ্রীলঙ্কা বড় ব্যবধানে জয় পেলেও এবার ফাইনালের পথে তাদের হারাতে মরিয়া টাইগাররা।
শেষ ম্যাচে আফগানদের বিপক্ষে বাংলাদেশ দলে এনেছিল চার পরিবর্তন। তানজিদ-সাইফ জুটি ওপেনিংয়ে কার্যকর প্রমাণিত হয়, ইমনকে তাই আজও বেঞ্চে বসে থাকতে হতে পারে। তিন নম্বরে লিটন, চার নম্বরে হৃদয় আর পাঁচ নম্বরে শামীম—এ লাইনআপে তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই। যদিও জাকের আলীর ব্যর্থতা নিয়ে সমালোচনা চলছে, সোহান রান ও ফিল্ডিংয়ে অবদান রাখায় টিকে যেতে পারেন। ব্যাটিং গভীরতার সেই পরীক্ষায় হতাশ হলেও আজ হয়তো বাড়তি একজন বোলার নেওয়া হবে। ফলে জাকেরের জায়গাতেই পরিবর্তন আসতে পারে।
বোলিং আক্রমণে নাসুম আহমেদ ও রিশাদ হোসেনের জায়গা প্রায় নিশ্চিত। সঙ্গে থাকবেন মস্তাফিজ ও তাসকিন। তবে পঞ্চম বোলার হিসেবে শামীম-সাইফের ওপর নির্ভর করে যে বাজি হেরেছিল বাংলাদেশ, আজ সেটি আর করার সম্ভাবনা নেই। তাই একাদশে মেহেদী হাসান মিরাজ কিংবা তানজিম হাসান সাকিবকে দেখা যেতে পারে। সবমিলিয়ে লঙ্কানদের চ্যালেঞ্জ মোকাবিলায় টাইগারদের একাদশে অন্তত একটি পরিবর্তন আসা একেবারেই প্রত্যাশিত।