আসন্ন বিসিবি নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঘোষিত বিজ্ঞপ্তিতে মোট ১৭২ জন কাউন্সিলরের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে কিছু সংস্থা ও ক্লাবকে আপাতত তালিকার বাইরে রাখা হয়েছে।
ক্যাটাগরি-১ থেকে সাত বিভাগ ও ৬৪ জেলার মধ্যে ৭১ জন কাউন্সিলর মনোনীত হওয়ার কথা থাকলেও নরসিংদী, নওগাঁ, বগুড়া, পাবনা ও সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিদের নাম প্রকাশ করা হয়নি। ক্যাটাগরি-২ তে ৭৬টি ক্লাবের মধ্যে মাত্র ৬১ জনের নাম তালিকায় রয়েছে। বাকি ১৫টি ক্লাবকে মালিকানা, গঠনতন্ত্র ও ঠিকানার প্রমাণ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এসব আপিল যাচাই-বাছাইয়ের পরই তাদের ভোটাধিকার চূড়ান্ত করা হবে।
অন্যদিকে ক্যাটাগরি-৩ এ বাংলাদেশ বিমান, পুলিশ, শিক্ষা বোর্ডগুলো, কয়েকটি বিশ্ববিদ্যালয় ও সরকারি প্রতিষ্ঠান থেকে একজন করে মনোনয়ন দেওয়া হয়েছে। সাবেক খেলোয়াড়দের মধ্যে নির্বাচিত হয়েছেন ১০ জন। এছাড়া বিকেএসপি, মহিলা ক্রীড়া সংস্থা, অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে একজন করে প্রতিনিধি রয়েছেন। ক্রিকেট খেলোয়াড় কল্যাণ সমিতি, আম্পায়ার্স-স্কোরার্স অ্যাসোসিয়েশন থেকেও একজন করে জায়গা পেয়েছেন। সবশেষে বিসিবি সভাপতি মনোনীত পাঁচজন সাবেক অধিনায়ক যুক্ত হওয়ায় এ ক্যাটাগরিতে মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪৫।