নোংরামির সঙ্গে থাকবেন না বলেই সরে দাঁড়িয়েছেন তামিম
দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ১, ২০২৫, ২০:১৩ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে জমে উঠেছিল নানা জটিলতা। আর সেই অস্বচ্ছ পরিস্থিতির মধ্যেই মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন— “নোংরামির সঙ্গে থাকতে চাই না বলেই এই সিদ্ধান্ত।”
বিসিবির নির্বাচন হওয়ার কথা আগামী ৬ অক্টোবর। তবে দুর্নীতি দমন কমিশনের তদন্তে অভিযুক্ত ১৫টি ক্লাবের অংশগ্রহণ বন্ধে হাইকোর্টের নির্দেশের পর থেকে তৈরি হয় অনিশ্চয়তা। শোনা যাচ্ছিল, তামিমের নেতৃত্বে থাকা এক ডজনেরও বেশি ক্লাব সমঝোতা না হলে নির্বাচনে থাকবেন না। শেষ পর্যন্ত বুধবার সকালেই মনোনয়ন প্রত্যাহার করে নেন তারা। এ সময় তামিম অভিযোগ করেন, নির্বাচন নয় বরং অস্বচ্ছ প্রক্রিয়া ও চাপ প্রয়োগের মাধ্যমে সবকিছু সাজানো হচ্ছে।
মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তামিম বলেন, “এটা কোনো নির্বাচনের মতো নয়, বরং ক্রিকেটকে কলঙ্কিত করার আয়োজন। আমাদের সরে দাঁড়ানো মূলত এক ধরনের প্রতিবাদ। এখানে যেভাবে বোঝানো, চাপ দেওয়া কিংবা সমঝোতার নাটক চলছে— তাতে অংশ নেওয়া মানেই সেই নোংরামির অংশ হওয়া। ক্রিকেটাররা, এমনকি দেশের ক্রিকেটপ্রেমীরা এ অবস্থা প্রাপ্য নয়।” তিনি আরও যোগ করেন, “আজকের এই ঘটনাই প্রমাণ করে যে, বোর্ডে আগে ‘নির্বাচনের ফিক্সিং’ বন্ধ হওয়া দরকার, তারপর মাঠের ফিক্সিং নিয়ে কথা বলা উচিত।”