• ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আর্জেন্টাইন সমর্থকদের জন্য বড় দুঃসংবাদ

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ২৫, ২০২৫, ১৭:২০ অপরাহ্ণ
আর্জেন্টাইন সমর্থকদের জন্য বড় দুঃসংবাদ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
আগামী মাসে ভারতের কেরালায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ফিফার আনুষ্ঠানিক অনুমোদন পেতে বিলম্ব হওয়ায় নভেম্বরের আন্তর্জাতিক উইন্ডোতে ম্যাচটি আয়োজন সম্ভব হচ্ছে না। ফলে লিওনেল মেসিকে ভারতের মাটিতে দেখার যে প্রত্যাশা তৈরি হয়েছিল ভারতীয় ও বাংলাদেশি সমর্থকদের মধ্যে, তা আপাতত পিছিয়ে গেল।
ব্রডকাস্টিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক অ্যান্টো অগাস্টিন জানান, ফিফার অনুমোদন না মেলায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ও আয়োজকদের পারস্পরিক সিদ্ধান্তে ম্যাচটি স্থগিত করা হয়েছে। তিনি বলেন, “কেরালায় ম্যাচ আয়োজনের পরিকল্পনা এখনো বহাল আছে। আমরা পরবর্তী আন্তর্জাতিক উইন্ডোতে এটি আয়োজনের চেষ্টা করছি, এবং খুব শিগগিরই নতুন তারিখ ঘোষণা করা হবে।”
এএফএর এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রধান কোচ লিওনেল স্কালোনির নেতৃত্বে আর্জেন্টিনা দল নভেম্বর মাসে অনুশীলনের জন্য স্পেন সফরে যাবে এবং ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডায় একমাত্র প্রীতি ম্যাচ খেলবে। এরপর দলটি দক্ষিণ আমেরিকায় ফিরে ১৮ নভেম্বর পর্যন্ত অনুশীলন করবে। যদিও ভারত সফর পিছিয়েছে, তবুও লিওনেল মেসির ব্যক্তিগত ভারত সফর নির্ধারিত সময়সূচি অনুযায়ী বহাল থাকবে বলে জানা গেছে।