এশিয়া কাপে একমাত্র অপরাজিত দল ভারত। সাম্প্রতিক পারফরম্যান্সে তাদের শক্তির পার্থক্য অন্য সবার চোখে পড়ার মতো হলেও, বাংলাদেশ কোচ ফিল সিমন্সের বিশ্বাস—যে কোনো দলই ভারতকে হারানোর সামর্থ্য রাখে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুবাইয়ে সুপার ফোরের ম্যাচে সেই সামর্থ্যের বড় পরীক্ষা দিতে নামছে টাইগাররা। জয় পেলে ফাইনালের দরজায় হাত রাখবে বাংলাদেশ।
ব্যাটিং অর্ডারে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। ওপেনিংয়ে থাকছেন সাইফ হাসান ও তানজিদ হোসেন তামিম। এরপর তিনে লিটন দাস, যিনি চোট পেয়েছিলেন ঠিকই, তবে টিম ম্যানেজমেন্ট নিশ্চিত করেছে তার খেলার সম্ভাবনা। চার নম্বরে থাকবেন তাওহীদ হৃদয়, যিনি শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত ইনিংসে সমালোচকদের জবাব দিয়েছেন। পরে নামবেন শামীম হোসেন পাটোয়ারী। ছয় নম্বরে এখনও অনিশ্চয়তা আছে—অসফল জাকের আলী কি থাকবেন, নাকি সুযোগ পাবেন নুরুল হাসান সোহান? টিম ম্যানেজমেন্ট শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেবে বলে ধারণা।
বোলিং বিভাগে অফস্পিনার শেখ মেহেদী দলে পাকা জায়গা করে নিয়েছেন। তার সঙ্গে স্পিন বিভাগে নাসুম আহমেদকেই প্রাধান্য দেয়া হতে পারে, কারণ ভারতের বিপক্ষে রিশাদের ব্যর্থ রেকর্ড আছে। পেস আক্রমণে স্বাভাবিকভাবেই থাকছেন মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। তৃতীয় পেসার হিসেবে ফিরতে পারেন তানজিম সাকিব, যিনি ভারতের বিপক্ষে কার্যকর হলেও রান খরচে ছিলেন উদার। এ ক্ষেত্রে গত ম্যাচে ব্যর্থ শরীফুল ইসলাম বাদ পড়তে পারেন। সব মিলিয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ, সাইফ, লিটন (অধিনায়ক), হৃদয়, শামীম, জাকের/সোহান, মেহেদী, তানজিম, নাসুম, তাসকিন ও মোস্তাফিজ।