• ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ফ্রান্স-জার্মানির বিশ্বকাপ প্রস্তুতি দল ঘোষণা

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ৩, ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ণ
ফ্রান্স-জার্মানির বিশ্বকাপ প্রস্তুতি দল ঘোষণা
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের জন্য ফ্রান্স ও জার্মানি তাদের নতুন দল ঘোষণা করেছে। ফ্রান্স দলে রাখা হয়েছে লিভারপুলের স্ট্রাইকার হুগো একিটিকে, যদিও চ্যাম্পিয়ন্স লিগে গালাতাসারাইয়ের বিপক্ষে ইনজুরির কারণে তিনি মাঠ ছাড়েন। এছাড়া দলে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন ক্রিস্টাল প্যালেসের জিন-ফিলিপ মাতেতা। ইনজুরির কারণে ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলে এ দলে নেই। ফ্রান্সের আক্রমণভাগে আছেন কিলিয়ান এমবাপ্পে, ব্রাডলি বারকোলা ও কিংসলে কোমান।
আগামী ১১ অক্টোবর ঘরের মাঠে আজারবাইজানের বিপক্ষে খেলবে ফ্রান্স। তিন দিন পর ১৪ অক্টোবর তারা আইসল্যান্ডের মাঠে মুখোমুখি হবে। এই বাছাইয়ের ম্যাচগুলোতে ফ্রান্সের লক্ষ্য তাদের আক্রমণভাগের শক্তি ও নতুন খেলোয়াড়দের খেলার সমন্বয় তৈরি করা।
জার্মানি দলও বৃহস্পতিবার রাতে তাদের স্কোয়াড ঘোষণা করেছে। ইনজুরির কারণে রিয়াল মাদ্রিদের আন্টোনিও রুডিগার ও বায়ার্নের জামাল মুসিয়ালা দলে নেই, তবে বরুশিয়া ডর্টমুন্ডের নিকো শ্লটারবেক ফিরেছেন। মাঝমাঠে আছেন অভিজ্ঞ লিওন গোরেটজকা ও জোশুয়া কিমিচ। আক্রমণে নতুন তিনজন স্ট্রাইকার—ম্যাক্সিমিলিয়ান বেয়ার, জোনাথন বুর্কার্ড ও নিক ওলটেমাডে—নিয়ে আগামী ১০ অক্টোবর লুক্সেমবার্গ এবং তিন দিন পর নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে তারা।