• ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

১৫টি ক্লাব বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবে না জানালেন হাইকোর্ট

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২৫, ২০:২৭ অপরাহ্ণ
১৫টি ক্লাব বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবে না জানালেন হাইকোর্ট

ছবি: সংগৃহীত

সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের দিনক্ষণ ঠিক থাকলেও এর আগেই বড় ধরনের জটিলতা তৈরি হলো। দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে নাম আসায় মোট ১৫টি ক্লাবকে নির্বাচনের বাইরে রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৬ অক্টোবর ভোট হওয়ার কথা থাকলেও এই সিদ্ধান্তে ভোটের পরিবেশ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বিগত সময়ে বিতর্কিতভাবে তৃতীয় বিভাগ বাছাই থেকে উপরে ওঠা এসব ক্লাব নিয়েই মূল ঝামেলার সূত্রপাত। নাজমুল হাসান পাপনের সভাপতিত্বে বিসিবির আগের কার্যকালে লিগ না খেলেই কয়েকটি ক্লাব সুবিধা নিয়ে উপরের স্তরে উঠে আসে। এদের মধ্যে ১৫টি ক্লাব ভোটার তালিকায় জায়গা পেলেও প্রথম থেকেই তাদের বৈধতা নিয়ে প্রশ্ন ছিল। এমনকি খসড়া তালিকায় না থাকলেও পরে অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন তাদের অন্তর্ভুক্ত করেছিল।
কিন্তু আদালতের নির্দেশে এখন চূড়ান্তভাবে তাদের কাউন্সিলরশিপ বাতিল হয়েছে। নিষিদ্ধ তালিকায় আছে গুলশান ক্রিকেট ক্লাব, ওল্ড ডিওএইচএস, এক্সিউম ক্রিকেটার্স, ঢাকা ক্রিকেট একাডেমি, বনানী, ধানমন্ডি ও আরও কয়েকটি পরিচিত ক্লাব। এর মধ্যে তামিম ইকবালের সংশ্লিষ্ট ওল্ড ডিওএইচএস ক্লাবও রয়েছে, যেখানে তিনি কাউন্সিলর হিসেবে যুক্ত ছিলেন। ফলে আদালতের এ রায়ের পর নির্বাচন নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হলেও বড় ধরনের প্রভাব পড়বে তা নিশ্চিত।