বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ (বিপিএল) নামে দীর্ঘ ১৪ বছর ধরে চলা দেশের শীর্ষ পেশাদার ফুটবল লিগ অবশেষে নাম বদলেছে। নতুন মৌসুম মাঠে গড়ানোর আগের দিন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও অংশগ্রহণকারী ক্লাবগুলোর সম্মতিতে নতুন নামকরণ করা হয়েছে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল)।
২০০৭ সালে এএফসির তত্ত্বাবধানে প্রথম চালু হয় দেশের এই পেশাদার ফুটবল লিগ, যেটির নাম ছিল বি লিগ। পরের বছর এটি হয় বাংলাদেশ লিগ। আর ২০১১ সালে নাম পরিবর্তন করে হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল (বিপিএল)। এবার চতুর্থবারের মতো নাম বদলে হলো বিএফএল। নাম বদলের পেছনে অন্যতম কারণ ছিল দেশের ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের সঙ্গে নামের মিল, যা সার্চ ও ব্র্যান্ডিংয়ে বিভ্রান্তি তৈরি করত। নতুন নামের পাশাপাশি লিগের লোগোও পরিবর্তন হচ্ছে।
আগামীকাল (২৬ সেপ্টেম্বর) মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জে দুই ভেন্যুতে নতুন নামে এই লিগ শুরু হবে। মাঠে খেলা গড়ানোর মাত্র একদিন আগে এই পরিবর্তনে ব্যস্ত হয়ে উঠেছে আয়োজকরা— নতুন লোগো, ব্যানার, বোর্ড তৈরির তোড়জোড় চলছে। তবে নতুন স্পন্সরের নাম এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি, যদিও জানা গেছে আলোচনার চূড়ান্ত পর্যায়ে রয়েছে বাফুফের মার্কেটিং কমিটি।