বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নতুন অধ্যায় শুরু হলো দেশের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে। চলতি বছরের এপ্রিলে দায়িত্ব পেলেও নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেননি তিনি। তবে শেষ পর্যন্ত অংশ নিয়েই সবাইকে চমকে দিলেন এই সাবেক অধিনায়ক। সোমবার (৬ অক্টোবর) রাজধানীর এক পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি, আনুষ্ঠানিকভাবে নাজমুল হাসান পাপনের উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিচ্ছেন বুলবুল।
এদিনের নির্বাচনে ২৫ পরিচালক নির্বাচিত হন—এর মধ্যে ২৩ জন সরাসরি ভোটে এবং দুইজন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নপ্রাপ্ত। তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত ভোটে অংশ নেন দেশের বিভিন্ন বিভাগ, ক্লাব ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে পরিচালক নির্বাচিত হয়েছেন। ক্লাব ক্যাটাগরি থেকে ৭৬ জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হয়েছেন ১২ জন পরিচালক, আর তৃতীয় ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয় ও সংস্থার ভোটে জয়ী হয়েছেন সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট।
নির্বাচন কমিশন জানায়, সভাপতি পদের একমাত্র প্রার্থী হওয়ায় বুলবুলকেই বিজয়ী ঘোষণা করা হয়। তাঁর নেতৃত্বে বিসিবিতে আসছে নতুন দিকনির্দেশনা ও স্বচ্ছতা—এমনটাই আশা করছে ক্রিকেট মহল। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত হয়েছেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল আসিক ও এম ইসফাক আহসান। ক্রিকেটপ্রেমীরা বলছেন, “এখন সময় নতুন ভিশনের”—যেখানে অভিজ্ঞতা, সততা ও আধুনিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে।