ক্রিস্টিয়ানো রোনালদো ও সাদিও মানের গোলে আল-ইত্তিহাদকে হারিয়ে সৌদি প্রো লিগের শীর্ষে উঠে গেছে আল নাসর। শুক্রবার রাতে তারা বর্তমান চ্যাম্পিয়নদের ২-০ ব্যবধানে হারিয়েছে, যা মৌসুমে টানা চতুর্থ জয় জর্জ জেসুসের শিষ্যদের।
বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে আধিপত্য দেখিয়েছে আল নাসর। নবম মিনিটে মানের ভলি শটে এগিয়ে যায় দলটি, তাকে সহায়তা করেন কোম্যান। এরপর একাধিক প্রচেষ্টা নষ্ট করলেও শেষ পর্যন্ত ৩৫তম মিনিটে মানের ক্রস থেকে হেডে গোল করেন রোনালদো। এটি ছিল তার চলতি লিগ মৌসুমের চতুর্থ গোল, যা তাকে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা বানিয়েছে।
দ্বিতীয়ার্ধে আরও সুযোগ তৈরি হলেও গোল আসেনি। অন্যদিকে বেনজেমার ইত্তিহাদ খুব একটা বিপজ্জনক আক্রমণ করতে পারেনি, তাদের দুটি শটই থামান ব্রাজিলিয়ান গোলরক্ষক বেন্তো। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে ৪ ম্যাচে ১২ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে অবস্থান করছে আল নাসর। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে ইত্তিহাদ।