• ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সাবধানতাই জীবনের রক্ষাকবচ

দখিনের সময়
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২৫, ১৯:২৩ অপরাহ্ণ
সাবধানতাই জীবনের রক্ষাকবচ
সংবাদটি শেয়ার করুন...
আজ আমি একটি প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই- নিজেকে ও পরিবারকে রক্ষা করার জন্য সাবধানতা অবলম্বন করা কতটা জরুরি। বর্তমান সময়ে দেশের সর্বত্র নানা প্রতারণার ফাঁদ ছড়িয়ে রয়েছে। একদল অসাধু চক্র নানাভাবে আমাদের জীবনমানকে ক্ষতির মুখে ফেলছে। তাই একমাত্র সাবধানতাই হতে পারে আমাদের জীবনরক্ষার ঢাল ও রক্ষাকবচ।
বিকাশ ও নগদ প্রতারণা:
আজকাল অনেকেই বিকাশ ও নগদ ব্যবহার করছেন। এক শ্রেণির প্রতারক ফোন করে বলে, “আপনার নাম্বারে ভুলক্রমে টাকা গেছে, অনুগ্রহ করে ফেরত দিন, নইলে আপনার নাম্বার বন্ধ করে দেওয়া হবে।” এরপর তারা আপনাকে একটি নাম্বার বা কোড পাঠায় এবং সেই কোড চেয়ে বসে। সতর্ক থাকুন! আপনি যদি সেই কোডটি শেয়ার করেন, মুহূর্তের মধ্যে আপনার অ্যাকাউন্ট খালি হয়ে যাবে। কখনোই কাউকে বিকাশ/নগদ কোড বা OTP শেয়ার করবেন না।
রাস্তার প্রতারণা:
বিভিন্ন জনবহুল এলাকায় ছদ্মবেশী প্রতারকরা ঘুরে বেড়ায়। তারা অনুনয়-বিনয় করে বলে- “ভাই, আমি লেখাপড়া জানি না, একটু আমার মোবাইল নাম্বারটা বলে দিন,” বা “এই কাগজটা একটু পড়ে দিন।” সাবধান! অনেক সময় এই মোবাইল বা কাগজে থাকে মাদক মিশ্রিত বস্তু, যা আপনাকে মুহূর্তেই অচেতন করে দিতে পারে, আর তারা আপনার সর্বস্ব নিয়ে পালাবে।
বাড়িতে প্রবেশের কৌশল:
একদল প্রতারক ভোট বা জরিপের কথা বলে, কখনো তথ্য সংগ্রহের অজুহাতে আপনার বাড়িতে ঢোকার চেষ্টা করে। অপরিচিত কাউকে কখনোই ঘরে প্রবেশের সুযোগ দেবেন না।
অনলাইন প্রতারণা:
বর্তমানে অনলাইন শপিং বা বিজ্ঞাপনের মাধ্যমে প্রতারণা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। লোভনীয় অফার বা অচেনা পেইজ দেখে পণ্য অর্ডার করবেন না। পণ্য হাতে পাওয়ার পর যাচাই-বাছাই করে তবেই মূল্য পরিশোধ করুন। অনেক সময় মোড়কের ভিতরে থাকে একেবারেই ভিন্ন বা নষ্ট জিনিস।
ব্যক্তিগত নিরাপত্তা:
বাইরে বের হলে নিজের মোবাইল, মানিব্যাগ, ব্যাগ ইত্যাদি সাবধানে রাখুন। স্বর্ণালংকার প্রকাশ্যে পরিধান না করাই ভালো। এছাড়া কিছু প্রতারক সেনাবাহিনী, পুলিশ বা বিভিন্ন সংস্থার পরিচয় ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে। তাই কোনো অজানা ব্যক্তির কথায় বিশ্বাস করবেন না।
ফোন প্রতারণা:
অনেক সময় ফোনে জানানো হয় — “আপনার আত্মীয় দুর্ঘটনায় পড়েছেন বা হাসপাতালে ভর্তি।” এমন খবর পেলে প্রথমে সত্যতা যাচাই করুন, তারপর ব্যবস্থা নিন। প্রতারণার ফাঁদে পড়ে সর্বস্ব হারাতে পারেন।
টাকা-পয়সার লেনদেন:
যেকোনো আর্থিক লেনদেন বা ধারদেনা অবশ্যই লিখিত ও আইনি প্রমাণসহ করবেন। বিশ্বাস, দয়া বা আন্তরিকতার সুযোগ নিয়ে এখন প্রতারণা সমাজে এক ভয়ংকর ব্যাধি হয়ে দাঁড়িয়েছে।
আসুন, আমরা সবাই একটু সচেতন হই। নিজে সাবধান থাকি, পরিবারকে সচেতন করি, সমাজকে প্রতারণা থেকে মুক্ত রাখি। সাবধানতাই জীবনের রক্ষাকবচ। সচেতনতায় ও অনুভবে।