সমাজ পরিবর্তনশীল, কিন্তু তার চেয়ে বেশি পরিবর্তনশীল মানুষ। আমরা জানি, মানুষ সামাজিক জীব— আর সমাজ হলো আমাদের চারপাশের সমস্ত কিছু নিয়ে গঠিত একটি বৃহৎ পরিসর। আজ সমাজ ক্রমাগত পরিবর্তনশীল, প্রতিনিয়ত নতুন রূপ নিচ্ছে। কিন্তু এই পরিবর্তনের ভেতরেই আমরা দেখতে পাই, পুরনো দিনের সেই সমাজবদ্ধতা, আন্তরিকতা ও মানবিকতার অভাব দিন দিন বাড়ছে। কারণ বিশ্লেষণ করলে স্পষ্ট বোঝা যায় এর মূল দায়ভার মানুষকেই নিতে হবে।
একটি সুস্থ সমাজব্যবস্থা গড়ে ওঠে মানুষের আশা, আকাঙ্ক্ষা, সহযোগিতা ও সুন্দর পরিবেশের ওপর। কিন্তু আজ সামাজিক মূল্যবোধ নষ্ট হচ্ছে মানুষের স্বার্থপরতা, লোভ, ক্ষমতার অপব্যবহার ও ব্যক্তিস্বার্থের কারণে। আমাদের দেশের বর্তমান প্রজন্ম আজ মাদক, অন্যায়, অবিচার, শোষণ, জুলুম ও অর্থলোভের ভয়াবহ ব্যাধিতে আক্রান্ত। তাই সুন্দর সমাজ গঠনের দায়িত্ব সবার আগে মানুষের— কারণ সমাজ গড়ে মানুষ, সমাজ বদলায় মানুষ। সমাজ পরিবর্তনশীল, এটা প্রকৃতির নিয়ম। কিন্তু সমাজের চেয়েও দ্রুত পরিবর্তন হচ্ছে মানুষ নিজেই। আজ আমরা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য লোভ, হিংসা, লালসা, ক্ষমতা ও রাজনীতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছি। অথচ এই পরিবর্তন হওয়া উচিত ছিল মানবকল্যাণের জন্য, দেশের উন্নতির জন্য।
আমরা ভুলে যাচ্ছি— অর্থ, ক্ষমতা, প্রভাব কোনো কিছুই চিরস্থায়ী নয়। ক্ষণিকের এই জীবনে অন্যের অধিকার কেড়ে নিয়ে লাভবান হওয়া কেবলই নৈতিক পতনের পরিচায়ক। আমরা ভাবি না যে, এই পৃথিবীতে আমরা সবাই ক্ষণস্থায়ী, শূন্য হাতে এসেছি, শূন্য হাতেই চলে যাবো।
বিশ্ববিখ্যাত রাজা আলেকজান্ডারের জীবনের শেষ নির্দেশ তিনটি আমাদের এক গভীর শিক্ষা দেয়—
১. মৃত্যুর পর যারা চিকিৎসা করেছেন, তারাই যেন তার কফিন বহন করেন।
২. তার সমস্ত সম্পদ যেন কফিনের পথে ছড়িয়ে দেওয়া হয়।
৩. এবং কফিন বহনের সময় তার দুই হাত যেন বাইরে থাকে, শূন্য হাতে।
এর মাধ্যমে তিনি মানবজাতিকে দেখিয়ে গেছেন— মানুষকে কোনো চিকিৎসক বাঁচাতে পারে না, ধন-সম্পদ তার সাথে যায় না, এবং আমরা সবাই এসেছি খালি হাতে, ফিরবও খালি হাতে। মহান আল্লাহ আমাদের জীবনে যা কিছু দিয়েছেন, তা তাঁর অশেষ করুণা। তাই অহংকার নয়, কৃতজ্ঞতাই হোক আমাদের জীবনের মন্ত্র।
তাই আসুন— সমাজ পরিবর্তন হোক, কিন্তু সেই পরিবর্তন হোক মানবিকতায় ভরপুর।
আমরা গড়ে তুলি এমন এক সমাজ, যেখানে থাকবে না অন্যায়, অবিচার, হিংসা ও শোষণ।
যেখানে থাকবে ন্যায়, ইনসাফ, সততা ও ভালোবাসা।
আসুন, আমরা সবাই মিলে উচ্চারণ করি ‘কিসের লোভ, কিসের লালসা, কিসের ক্ষমতা, কিসের প্রতিশোধ— হোক শুধু মানবিকতা, নৈতিকতা আর ইনসাফ!’ এই পৃথিবী হোক সকল মানুষের জন্য একটি শান্তিময়, বাসযোগ্য সমাজ।