সূর্য যখন উদিত হয়, তখন তার আলোয় আলোকিত হয়ে ওঠে সমগ্র বিশ্বজগৎ। সে আলোয় মানুষ নিজের ছায়াকে দেখে ভাবে — সে-ই যেন সবচেয়ে বড়, সবচেয়ে উঁচু, সবচেয়ে মূল্যবান। কিন্তু সূর্য যখন অস্ত যায়, অন্ধকার নেমে এলেই সেই ছায়াটিও মিলিয়ে যায় নিঃশব্দে। এ যেন মহান আল্লাহর এক অনন্য শিক্ষা আলো থাকলেই ছায়া আমাদের সঙ্গে থাকে, আর অন্ধকার এলে তা হারিয়ে যায় দূর অজানায়। জীবনের বাস্তবতাও ঠিক তেমনই।
যখন কারও হাতে শক্তি, ক্ষমতা, অর্থ বা সম্মান থাকে, তখন চারপাশে ভিড় জমে যায় আপনজনদের। সবাই কাছে আসে, সবাই ভালোবাসে, সবাই প্রশংসা করে। কিন্তু যখন সামর্থ্য হারিয়ে যায়, অবস্থার পরিবর্তন ঘটে, তখন সেই আপনজনরাই একে একে দূরে সরে যায়।
আমি আমার জীবনের প্রতিটি অধ্যায়ে এই বাস্তবতাকে অনুভব করেছি। তবুও আমি প্রতিজ্ঞাবদ্ধ— নিজের মেধা, শ্রম ও সততার মাধ্যমে জীবনকে অর্থবহ করে তুলব। যেদিন সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছব, সেদিনই আমি প্রকৃত আত্মতৃপ্তি অনুভব করব। অতএব অহংকার নয় — বিনয়ই মানুষের প্রকৃত অলংকার।
আজ যার হাতে ক্ষমতা, কাল তার হাত শূন্য হতে পারে। আজ যে ধনী, কাল সে-ই হতে পারে নিঃস্ব ও নির্ভরশীল। চলুন, আমরা সবাই শিখি বিনয়, সহনশীলতা ও মানবিকতা। তবেই জীবিত অবস্থায় ভালোবাসা ও সম্মান অর্জন করতে পারব, আর মৃত্যুর পরেও থেকে যাব মানুষের হৃদয়ে ও প্রার্থনায়। তাই আজ একটাই সত্য উচ্চারণ করছি “আলোয় নয়, অন্ধকারে যে পাশে থাকে, সেই-ই প্রকৃত মানুষ।”