• ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বাবাকে শেষ দেখার সময় হয়নি বিলিওনিয়ার সন্তানদের

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২৫, ০৯:৪৮ পূর্বাহ্ণ
বাবাকে শেষ দেখার সময় হয়নি বিলিওনিয়ার সন্তানদের
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
হাসপাতালের বিছানায় নিথর দেহটি সরিয়ে নেবার জন্য প্রস্তুত। ছবিটি গভীরভাবে লক্ষ করলে মনের গভীরে নানান প্রশ্নের উদ্রেক হতে পারে। কারো মনে হতে পারে, এটি কোন সাধারণ মানুষের মরদেহ। কিন্তু বিষয়টি এরকম নয়। তিনি সাধারণ কোন মানুষ নন। বরং তিনি বিলিওনিয়ার, তাঁর সন্তানরাও তাই। এ হিসেবে তিনি খুবই সৌভাগ্যবান। কিন্তু মোটেই তা নয়!
হসপিটালের বেডে পড়ে থাকা নিথর দেহটি পাকিস্তানের বিশিষ্ট শিল্পপতির, তিনি সোহরাব সাইকেলের প্রতিষ্ঠাতা হিসেবে সমধিক পরিচিত। এই বিলিওনিয়ার মৃত্যুর আগের চার দিন হসপিটালের বেডে শুয়ে ডাক্তারদের কাছে তাঁর সন্তানদের দেখার জন্য কয়েকবার অনুরোধ করেছেন। কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে বলতে পারেননি, পরিবারকে তাঁর শেষ ইচ্ছা কথা কয়েকবার জানানো হয়েছে। কিন্তুশেষবারের মতো দেখার সময় তাদের কারও কাছেই নেই। অবশেষে, তিনি উত্তরাধিকার সূত্রে বিলিওনিয়ার সন্তানদের সাথে শেষ দেখা না করেই চলে গেছেন না ফেরার দেশে। এটাই কী চলমান সময়ের বাস্তবতা?
এই খবরটির সূত্র, সাংবাদিক মামুনুর রশিদ নোমানীর ফেসবুক পোস্ট। এই পোষ্টে তিনি লিখেছেন, ‘এটাই আমাদের শেষ পরিণতি হে প্রিয় ভাইয়েরা। এই পোস্টটা দেখার পর চিন্তায় পড়ে গেলাম!! কিসের পিছে দৌড়াচ্ছি, এর শেষ কোথায়!! আল্টিমেট রেজাল্ট কিন্তু ০!! তারপরও দৌড়াতে হচ্ছে জীবনের প্রয়োজনে!! অতএব সন্তানের জন্য বেশি টাকা-পয়সা না রেখে সন্তানকে সুশিক্ষায় সুশিক্ষিত করা একজন বাবার দায়িত্ব!’