• ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শওকত আজিজের ‘উন্মাদ’ মন্তব্যের তীব্র সমালোচনা শফিকুল আলমের

দখিনের সময়
প্রকাশিত নভেম্বর ৩, ২০২৫, ০৭:১৪ পূর্বাহ্ণ
শওকত আজিজের ‘উন্মাদ’ মন্তব্যের তীব্র সমালোচনা শফিকুল আলমের
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেলের ‘উন্মাদ’ মন্তব্যের কড়া সমালোচনা করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার (২ নভেম্বর) রাত ৮টায় নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শফিকুল লিখেছেন, ‘আজ শওকত আজিজ রাসেল বলেছেন আমি উন্মাদের মতো কথা বলি। এখানে সেই মন্তব্যটি দিলাম, যখন তিনি নিজেই উন্মাদের মতো আচরণ করেছিলেন! সম্ভবত তখন থেকেই তিনি ক্ষুব্ধ।’
এর আগে বিকেলে রাজধানীর একটি হোটেলে দেশের পোশাক খাতের সংকট ও তা উত্তরণের উপায় নিয়ে আয়োজিত আলোচনাসভায় বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল বলেছেন, ‘প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উন্মাদের মতো কথা বলেন। তার একটা পেজ (ফেসবুক পেজ) আছে, উল্টাপাল্টা কথা বলে মানুষকে বিব্রত করেন। সঠিক লোক যদি সঠিক জায়গায় না যায়, তাহলে সঠিক সিদ্ধান্তও হবে না।’
শওকত আজিজ রাসেলের ওই মন্তব্যের কয়েক ঘণ্টা পরই প্রেস সচিব তার ২৬ মে’র একটি পুরোনো পোস্ট পুনরায় শেয়ার করেন। সেই পোস্টে শফিকুল আলম শওকত আজিজ রাসেলের সমালোচনা করেছিলেন, কারণ তিনি দেশের শিল্পাঞ্চলের গ্যাস সংকটের তুলনা করেছিলেন মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সঙ্গে। ২৬ মে’র ওই পোস্টে শফিকুল লিখেছিলেন, এ ধরনের তুলনা কেবল ইতিহাসগতভাবে ভুলই নয়, আমাদের জাতির স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন তাদের স্মৃতির প্রতিও এটি গভীর অসম্মান।
সেই পোস্টে তিনি আরও লিখেছিলেন, ‘বিটিএমএ সভাপতির মন্তব্যে আমি বিস্মিত ও হতবাক। এটি কি অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি নষ্ট করার কোনো সংগঠিত ষড়যন্ত্রের অংশ? শিল্পখাতের নেতাদের উচিত তাদের অভিযোগ দায়িত্বশীল ও গঠনমূলকভাবে প্রকাশ করা। উসকানিমূলক বক্তব্য শুধু তাদের উদ্বেগের গুরুত্বকে খাটো করে না, বরং সংকট সমাধানের জন্য প্রয়োজনীয় সহযোগিতামূলক প্রচেষ্টাকেও ক্ষতিগ্রস্ত করে।’