বিখ্যাত লেখকদের মৃত্যুর পর তাদের স্ত্রী বা প্রাক্তন স্ত্রীদের বাজে অভিযোগ নতুন নয়
দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ৪, ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনে সময় ডেস্ক:
বিখ্যাত লেখকদের মৃত্যুর পর তাদের স্ত্রী বা প্রাক্তন স্ত্রীদের নেতিবাচক ও বাজে অভিযোগ নতুন নয়। মার্কিন ঔপন্যাসিক ফিলিপ রথ, যিনি নোবেলজয়ী না হলেও সমসাময়িক সাহিত্যে অত্যন্ত বিখ্যাত, তাঁর মৃত্যুর আগে–পরে দুই প্রাক্তন স্ত্রী অভিযোগ করেন যে তিনি নারীবিদ্বেষী, কঠিন স্বভাবের এবং সম্পর্কের ক্ষেত্রে অপমানজনক আচরণ করতেন।
আরেক বিখ্যাত লেখক আর্নেস্ট হেমিংওয়ের মৃত্যুর পর কয়েকজন স্ত্রী ও প্রেমিকা তাঁকে মদ্যপ, হিংস্র এবং অবহেলাকারী স্বামী হিসেবে বর্ণনা করেছেন।
নোবেলজয়ী লেখক ভি. এস. নাইপলের মৃত্যুর পর তাঁর স্ত্রী নাদিরা অভিযোগ আনেন—নারীদের প্রতি অমানবিক আচরণ, ব্যভিচার এবং মানসিক নির্যাতনের গল্প। শরৎচন্দ্র বাংলা সাহিত্যের কিংবদন্তি।
তাঁর মৃত্যুর পর হুমায়ূন আহমেদের বই বাংলার ঘরে ঘরে পৌঁছেছে। সংসার করলেন, ছাড়াছাড়িও হলো। দুজনেই পরে বিয়ে করলেন। অথচ এখন, মারা যাওয়ার পর নিজেকে আলোচনায় আনতে অভিযোগ তোলা হচ্ছে। বিচ্ছেদের পর এসব বলা হয়নি কেন? এখন জবাব দেওয়ার কেউ নেই। এই জগৎ রহস্যময় ।