মেসির বার্সা ছাড়ায় বাধা ৭০ কোটি ইউরোর ‘রিলিজ ক্লজ’
দখিনের সময়
প্রকাশিত আগস্ট ২৬, ২০২০, ০৫:৩২ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেক্স:
ক্লাবের ইতিহাসের সেরা খেলোয়াড় নিজে থেকে ক্লাব ছাড়তে চান- এমন দিন আসবে, তা যে বার্সা সমর্থকেরা দুঃস্বপ্নেও ভাবেননি। মেসি বার্সেলোনা ছাড়ছেন- এমনটা যে জীবনে বিরলতম ঘটনাগুলোর একটি!বার্সেলোনার ইতিহাসে এমন দিন সম্ভবত আর আসেনি। কদিন আগে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হয়ে যে টুর্নামেন্টটা থেকে বাদ পড়েছে কাতালান ক্লাবটি, সেটিও যেন এখন ফিকে মনে হচ্ছে ক্লাবটার সমর্থকদের কাছে।
মেসি যদি বার্সেলোনা ছাড়েনই, তাঁকে পেতে আগ্রহী ক্লাবের তো আর অভাব হবে না! কিন্তু তাঁকে পেতে গেলে কিছু সমস্যাও যে আছে। একে তো তর্কসাপেক্ষে সময়ের তো বটেই, অনেকের চোখে সর্বকালের সেরা খেলোয়াড়ের বেতন আকাশছোঁয়া, তারওপর বার্সেলোনার সঙ্গে তাঁর চুক্তিতে খুঁটিনাটি কিছু বিষয় আছে, যেগুলো তাঁর চাইলেই ক্লাব ছাড়ার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে।
অনেকের চোখে শতাব্দীর সবচেয়ে বড় দলবলের পথে বাধাগুলো নিয়ে আলোচনা করেছে বার্সেলোনার বর্তমান সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউর অধীনে মেসির সর্বশেষ চুক্তিতে ‘রিলিজ ক্লজ’ ৭০ কোটি ইউরো। এই অঙ্কে মেসিকে কোনো ক্লাব কিনতে পারবে, সে চিন্তা করাই বাতুলতা। তারওপর মেসির বয়স যেখানে ৩৩, বার্সেলোনার সঙ্গে চুক্তিতে যেখানে আর মাত্র এক বছর বাকি আছে তাঁর। ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে দামি দলবদলটাই এর তিন ভাগের এক ভাগ! ২০১৭ সালের আগস্টে বার্সেলোনা থেকেই নেইমারকে নিয়ে যেতে পিএসজি খরচ করেছিল ২২ কোটি ২০ লাখ ইউরো।
চ্যাম্পিয়নস লিগ থেকে এবার এভাবে বাদ পড়া গত কয়েক বছরে বার্সার বোর্ডের একের পর এক হঠকারী সিদ্ধান্তেরই ফল। আগের তিন মৌসুমেও ইউরোপের ক্লাব শ্রেষ্ঠত্বসূচক টুর্নামেন্টটি থেকে লজ্জায় বিদায় হয়েছে বার্সার। কিন্তু সেটি ঢাকতে বার্সেলোনার বোর্ড একের পর এক ভুল দলবদল করেছে। দলের কী প্রয়োজন, কোচ কী চান, সেটি মাথায় না রেখে একের পর এক তারকার দিকে ছুটেছে। বড় অঙ্কে, বিশাল বেতনে কিনেও এসেছে। ফল? বার্সার আর্থিক সঙ্গতি তো হুমকিতে পড়েছেই, মাঠেও বার্সেলোনা হয়ে পড়েছে ভারসাম্যহীন এক দল। এত তারকা থাকার পরও যে দল ম্যাচে কঠিন পরিস্থিতিতে উদ্ধার পাওয়ার জন্য মেসির দিকেই তাকিয়ে থেকেছে সব সময়।
মাঠের এসব ঝামেলা তো আছেই, সঙ্গে মাঠের বাইরেও বোর্ডের নানা কাজে বিরক্ত ছিলেন মেসি। সব মিলিয়েই ৩৩ বছর বয়সী ফরোয়ার্ডের এই সিদ্ধান্ত। কাল ‘বুরোফ্যাক্সে’র (প্রত্যায়িত পত্র) মাধ্যমে মেসি ক্লাবকে জানিয়ে দিয়েছেন, অপ্রত্যাশিত ঘটনাটিই ঘটছে।