করোনায় যুক্তরাষ্ট্র-ব্রাজিলকে ছাড়িয়ে গেছে ভারত, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
দখিনের সময়
প্রকাশিত আগস্ট ২৮, ২০২০, ০৫:৫৭ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেক্স:
করোনাভাইরাসের যুক্তরাষ্ট্রও ব্রাজিলকেছাড়িয়েগেছে ভারত! বাংলাদেশের প্রতিবেশি এ দেশটিকরোনার প্রধানকেন্দ্রহয়েউঠেছে।ভারতে প্রতিদিনইসংক্রমণেররেকর্ডভেঙেযাচ্ছে। জুলাইমাসেরগোড়াথেকেভারতেলাফিয়েলাফিয়েবেড়েছেকরোনাসংক্রমণের হার।
ভারতে করোনা ভাইরাস সংক্রমনের ক্রমববর্ধমান প্রবনতাকে বাংলাদেশের জন্য এক রকমের সতর্কবার্তা হিসেবে দেখছেন পর্যবেক্ষক মহল। প্রসঙ্গক্রমে উল্রেখ্য, সীমান্তে ভারতীয় বাহিনীর গুলীতে বাংলাদেশেী নাগরিকদের নিহত হবার ঘটনা প্রায়ই ঘটলেও সীমান্ত কতটা সুরক্ষিত তা নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। এমনকি, করোনা সংক্রমনের প্রাথমিক অবস্থায় সীমান্ত বন্ধ করে দেবার ফলে বাংলাদেশ থেকে ভারতে যাওয়া বন্ধ থাকলেওে একই সময় ভারত থেকে আসার উহারন আছে।