• ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

মেসি কি ভীন গ্রহের খেলোয়াড়!

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০২০, ২০:০১ অপরাহ্ণ
মেসি কি ভীন গ্রহের খেলোয়াড়!
সংবাদটি শেয়ার করুন...
মোঃ মনিরুজ্জামান :
কোন কিংবদন্তি বিদায় নিয়েছেন আর বার্সালোনা ঝামেলা করেনি ক্লাবের ইতিহাসে খুবই কম। ম্যারাডোনা থেকে রোনালদিনহো কিংবা রোনালদো দ্যা ফেনোমেনন কারও বিদায় খুব একটা সুখকর ছিলো না। মেসি ভিনগ্রহের ফুটবলার তাই আলোচনা একটু বেশি। বিরহের আগুনে পুড়ছে মেসি ও বার্সার ভক্তরা।
শুরু থেকে জীবনের ২০ বছর জীবনের সেরা সময় নিজেকে বিলিয়ে দিয়েছেন বার্সালোনার জন্য। ক্লাবটাকে যেমন দিয়েছেন, ভারী করেছেন নিজের জন্যও। তাই অনেকে বিস্মিত বিদায় বেলায় কেন এই উত্তাপ? উত্তর একটাই স্প্যানিশ ক্লাব বার্সালোনার চরিত্রই এমন শুভ বিদায় যেন কাউকেই বলতে চায় না।
ম্যারাডোনা ১৯৮২ সালে বিশ্বরেকর্ড করে গড়ে নিয়ে এসেছিল বার্সালোনা। টিকেছিলেন মাএ ২ বছর। বনিবনা না হওয়ায় ১৯৮৪ সালে নাপলিতে গিয়ে রাজত্ব করেন এই আর্জেন্টাইন গ্রেট। রোমারিও বার্সালোনা এবং ব্রাজিলের ও বার্সা যুদ্ধের শুরুটা এখান থেকেই।প্রথম মৌসুমেই নিজের ৩০ গোল করা রোমারিও ১৯৯৪ বিশ্বকাপ জেতার পর বাড়তি ছুটি নিয়েছিলেন ফলে দ্বিতীয় প্রাক মৌসুমে একটু দেরিতে জয়েন করেছিলেন। ব্যস মৌসুমের মাঝ পথেই আল-বিদা। রোনালদো দ্যা ফেনোমেনন যা করেছিলেন সেটা এ যুগের কেউ কল্পনাও করতে পারত না।
১৯৯৬ সালের প্রথম বছরই ৪৭ গোল। কিন্তু ইচ্ছের বিরুদ্ধে শুরু টাকার জন্য বিশ্বরেকর্ড করা দামে দাসের মতো বিক্রি করে দেয় ইন্টার মিলনের কাছে। বার্সার সেরাদের সেরা যারা তাদের অন্যতম পর্তুগিজ মিডফিল্ডার বিশ্বাস করতেন বার্সাতেই থাকবেন কিন্তু বেতন নিয়ে ঝামেলা বিশ্বরেকর্ড প্রস্তাবে লুটে নেন রিয়াল মাদ্রিদ। রোনালদিনহো বার্সালোনার ২য় খেলোয়ার যিনি রিয়ালের মাঠেই যে দর্শকদের অভিবাদন পেয়েছিলেন তার আবির্ভাব বার্সালোনাকে এক অন্য উচ্চতায় তুলেছিল কিন্তু তার উদ্যম জীবন যাপন নিয়ে সমস্যা শুরু শেষ মেষ কোন ফেয়ারওয়েল ছাড়াই বার্সা ছাড়েন এই তারকা। মাত্র ৮ মৌসুমে ২৩ ট্রফি দানিআলভেজ বার্সা ইতিহাসে সেরাদের এক কিন্তু বিদায় টা খুবই দুঃখজনক ক্লাব ছাড়ার ইচ্ছা না থাকলেও চুক্তি নবায়ন করেনি বার্সা।
তাই ক্ষিপ্ত আলভেজ সুযোগ পেলেই বার্সা পরিচালকদের দু’কথা শুনিয়ে দেন তারা নাকি খেলোয়ারদের মানুষ মনে করে না। আর হালের খেলোয়ার নেইমারের বিদায়ও আদালত অবধি গড়িয়েছিল।কারও বিদায় সুখবর ছিল না। ঠিক তেমনি মেসিকেও জঠিল সমীকরণে বেঁধে দিয়েছেন ৭০০ মিলিয়ন ইউরো। এই জঠিলতায় ক্লাব ছাড়তে চাইলেও হয়ত শেষ অবধি এই মৌসুম থেকে যেতে হবে বার্সালোনায়। আর মেসি তো চলমান ঘটনা দেখা যাক শেষ অবধি কি হয়।