Home খেলাধূলা মেসি কি ভীন গ্রহের খেলোয়াড়!

মেসি কি ভীন গ্রহের খেলোয়াড়!

মোঃ মনিরুজ্জামান :
কোন কিংবদন্তি বিদায় নিয়েছেন আর বার্সালোনা ঝামেলা করেনি ক্লাবের ইতিহাসে খুবই কম। ম্যারাডোনা থেকে রোনালদিনহো কিংবা রোনালদো দ্যা ফেনোমেনন কারও বিদায় খুব একটা সুখকর ছিলো না। মেসি ভিনগ্রহের ফুটবলার তাই আলোচনা একটু বেশি। বিরহের আগুনে পুড়ছে মেসি ও বার্সার ভক্তরা।
শুরু থেকে জীবনের ২০ বছর জীবনের সেরা সময় নিজেকে বিলিয়ে দিয়েছেন বার্সালোনার জন্য। ক্লাবটাকে যেমন দিয়েছেন, ভারী করেছেন নিজের জন্যও। তাই অনেকে বিস্মিত বিদায় বেলায় কেন এই উত্তাপ? উত্তর একটাই স্প্যানিশ ক্লাব বার্সালোনার চরিত্রই এমন শুভ বিদায় যেন কাউকেই বলতে চায় না।
ম্যারাডোনা ১৯৮২ সালে বিশ্বরেকর্ড করে গড়ে নিয়ে এসেছিল বার্সালোনা। টিকেছিলেন মাএ ২ বছর। বনিবনা না হওয়ায় ১৯৮৪ সালে নাপলিতে গিয়ে রাজত্ব করেন এই আর্জেন্টাইন গ্রেট। রোমারিও বার্সালোনা এবং ব্রাজিলের ও বার্সা যুদ্ধের শুরুটা এখান থেকেই।প্রথম মৌসুমেই নিজের ৩০ গোল করা রোমারিও ১৯৯৪ বিশ্বকাপ জেতার পর বাড়তি ছুটি নিয়েছিলেন ফলে দ্বিতীয় প্রাক মৌসুমে একটু দেরিতে জয়েন করেছিলেন। ব্যস মৌসুমের মাঝ পথেই আল-বিদা। রোনালদো দ্যা ফেনোমেনন যা করেছিলেন সেটা এ যুগের কেউ কল্পনাও করতে পারত না।
১৯৯৬ সালের প্রথম বছরই ৪৭ গোল। কিন্তু ইচ্ছের বিরুদ্ধে শুরু টাকার জন্য বিশ্বরেকর্ড করা দামে দাসের মতো বিক্রি করে দেয় ইন্টার মিলনের কাছে। বার্সার সেরাদের সেরা যারা তাদের অন্যতম পর্তুগিজ মিডফিল্ডার বিশ্বাস করতেন বার্সাতেই থাকবেন কিন্তু বেতন নিয়ে ঝামেলা বিশ্বরেকর্ড প্রস্তাবে লুটে নেন রিয়াল মাদ্রিদ। রোনালদিনহো বার্সালোনার ২য় খেলোয়ার যিনি রিয়ালের মাঠেই যে দর্শকদের অভিবাদন পেয়েছিলেন তার আবির্ভাব বার্সালোনাকে এক অন্য উচ্চতায় তুলেছিল কিন্তু তার উদ্যম জীবন যাপন নিয়ে সমস্যা শুরু শেষ মেষ কোন ফেয়ারওয়েল ছাড়াই বার্সা ছাড়েন এই তারকা। মাত্র ৮ মৌসুমে ২৩ ট্রফি দানিআলভেজ বার্সা ইতিহাসে সেরাদের এক কিন্তু বিদায় টা খুবই দুঃখজনক ক্লাব ছাড়ার ইচ্ছা না থাকলেও চুক্তি নবায়ন করেনি বার্সা।
তাই ক্ষিপ্ত আলভেজ সুযোগ পেলেই বার্সা পরিচালকদের দু’কথা শুনিয়ে দেন তারা নাকি খেলোয়ারদের মানুষ মনে করে না। আর হালের খেলোয়ার নেইমারের বিদায়ও আদালত অবধি গড়িয়েছিল।কারও বিদায় সুখবর ছিল না। ঠিক তেমনি মেসিকেও জঠিল সমীকরণে বেঁধে দিয়েছেন ৭০০ মিলিয়ন ইউরো। এই জঠিলতায় ক্লাব ছাড়তে চাইলেও হয়ত শেষ অবধি এই মৌসুম থেকে যেতে হবে বার্সালোনায়। আর মেসি তো চলমান ঘটনা দেখা যাক শেষ অবধি কি হয়।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

অবশেষে ছাত্রলীগের দর্পচূর্ণ, কনস্টেবলের কাছে মুচলেকা দিলেন ছাত্রলীগ নেতা

দখিনের সময় ডেস্ক: ছাত্রলীগ নেতাকে বলতে শোনা যায়, ‘এই অঙ্গুল দেখাছিস কাকে। এই তুই আঙ্গুল দেখাছিস কাকে। তুই আঙ্গুল দেখিয়ে কথা বলছিস কোন সাহসে। যোগ্যতা...

ভিসা নীতির আওতা স্পষ্ট করলো মার্কিন দূতাবাস

দখিনের সময় ডেস্ক: মা‌র্কিন যুক্তরা‌ষ্ট্রের ভিসা বি‌ধি‌নি‌ষেধ আরো‌প কাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, তা স্পষ্ট করেছে ঢাকার মার্কিন দূতাবাস। আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) মার্কিন দূতাবাসের ফেসবুক...

বাজারের চেয়ে কম দামে ভারতে ইলিশ রফতানি, কারণ জানে না আড়ৎদার সমিতি

দখিনের সময় ডেস্ক: দেশের বাজারের চেয়ে কম দামে ভারতে ইলিশ পাঠানোর কারণ জানাতে পারেনি বরিশাল জেলা মৎস্য্য আড়ৎদার সমিতি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিরব হোসেন টুটুল।...

নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ট্রাক, আহত ১৩

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানার ছাত্রাবাসে ঢুকে পড়েছে। এতে ট্রাকের হেলপারসহ ১২ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের...

Recent Comments