• ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

“জীবন্ত পুতুল” – রাহাত মাহমুদ মারুফ

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০২১, ২২:১০ অপরাহ্ণ
“জীবন্ত পুতুল” – রাহাত মাহমুদ মারুফ
সংবাদটি শেয়ার করুন...

জীবন্ত পুতুল

-রাহাত মাহমুদ মারুফ


আজ চারোদিকে ছেঁয়ে গেছে মানুষ নামক জীবন্ত পুতুলে৷

আজ প্রেমিক -প্রেমিকা একে অপরের কাছে থেকে যায় জীবন্ত হাতের পুতুলে৷

আজ পিতা-মাতার কাছে সন্তান জীবন্ত হাতের পুতুল ৷

আজ গুরুর কাছে শীর্ষ জীবন্ত হাতের পুতুল৷

এ যেনো এক জীবনবেলা গন্তব্য হীন ভাসানো এক ভেলা৷

এ জীবন আর কতো করিবে খনন, নিজের অজান্তেই হয়ে গেছে কতো জীবনের মরন৷

মানুষের জীবনের যতো সাধ, বেঁচে থাকতে মিটাতে হবে

ভেঙে এই অনিয়মের বাঁধ৷

আজ চারোদিকে শুধু হাহাকার মানুষ গুলো হয়ে যাচ্ছে যেনো জীবন্ত পুতুলের আকার৷

আর কতোকাল রইবে মানুষ মানুষের কাছে জীবন্ত পুতুলের রূপে৷

আজ চারোদিকে ছেঁয়ে গেছে মানুষ নামক জীবন্ত পুতুলে৷

লেখকঃ
শিক্ষার্থী,
অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল।