জীবন্ত পুতুল
-রাহাত মাহমুদ মারুফ
আজ চারোদিকে ছেঁয়ে গেছে মানুষ নামক জীবন্ত পুতুলে৷
আজ প্রেমিক -প্রেমিকা একে অপরের কাছে থেকে যায় জীবন্ত হাতের পুতুলে৷
আজ পিতা-মাতার কাছে সন্তান জীবন্ত হাতের পুতুল ৷
আজ গুরুর কাছে শীর্ষ জীবন্ত হাতের পুতুল৷
এ যেনো এক জীবনবেলা গন্তব্য হীন ভাসানো এক ভেলা৷
এ জীবন আর কতো করিবে খনন, নিজের অজান্তেই হয়ে গেছে কতো জীবনের মরন৷
মানুষের জীবনের যতো সাধ, বেঁচে থাকতে মিটাতে হবে
ভেঙে এই অনিয়মের বাঁধ৷
আজ চারোদিকে শুধু হাহাকার মানুষ গুলো হয়ে যাচ্ছে যেনো জীবন্ত পুতুলের আকার৷
আর কতোকাল রইবে মানুষ মানুষের কাছে জীবন্ত পুতুলের রূপে৷
আজ চারোদিকে ছেঁয়ে গেছে মানুষ নামক জীবন্ত পুতুলে৷
লেখকঃ
শিক্ষার্থী,
অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল।
Post Views:
53