ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি সাইদুর রহমান (৫৭) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। তিনি বিডিআর বিদ্রোহ মামলার আসামি ছিলেন।
কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা যায়, সাইদুর রহমান কারাগারে অসুস্থ হয়ে পড়লে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে অচেতন অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
বিডিআর বিদ্রোহ মামলার আসামি ছিলেন সাইদুর। কয়েদি নম্বর ৪৪৫/এ। তার বাবার নাম হাবিবুর রহমান।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মৃত সাইদুর রহমানের মরদেহ মর্গে রাখা হয়েছে।