আগামী শনিবার (১৮ সেপ্টেম্বর) বিরোধী দল রিপাবলিকান পার্টি সমাবেশের ডাক দিয়েছে ওয়াশিংটনে। সেদিনই পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে ব্ল্যাক লাইভস ম্যাটারসহ বেশ কিছু সংগঠন।
পাল্টাপাল্টি সমাবেশের বিষয়টিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে মার্কিন রাজধানীতে। হামলার আশঙ্কায় উঁচু কাঁটাতারে ঘিরে ফেলা হয়েছে ক্যাপিটল হিল এলাকা। মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য।
এরই মধ্যে, বৈঠক করেছেন প্রশাসন ও সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা। সহিংসতা এড়াতে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি কাজ করছে এফবিআই। উল্লেখ্য, চলতি বছর জানুয়ারিতে ক্যাপিটল হিলে হামলা চালায় ডোনাল্ড ট্রাম্পের কট্টরপন্থী সমর্থকরা।