• ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

দীর্ঘ লোকসানের পর ঢাকা ওয়াসা এখন লাভজনক, তিনশ থেকে বেড়ে এখন ১৪শ কোটি টাকা

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ৮, ২০২০, ০৭:০৬ পূর্বাহ্ণ
দীর্ঘ লোকসানের পর ঢাকা ওয়াসা এখন লাভজনক, তিনশ থেকে বেড়ে এখন ১৪শ কোটি টাকা
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেক্স:
দীর্ঘদিন ধরে লোকসানে থাকা ঢাকা ওয়াসা এখন লাভজনক। শুধু তা-ই নয়, ঢাকার পানি সংকট দূর করে নাগরিকদের মৌলিক চাহিদা মেটানো সম্ভব হচ্ছে। এই সাফল্য দাবি করে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান বলেন, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন ব্যবস্থা আমূল বদলে দিতে দুটি মেগা প্রকল্প নেয়া হয়েছে।
টানা এগারো বছর ধরে ঢাকা ওয়াসার দায়িত্ব পালন করছেন প্রকৌশলী তাকসিম এ খান। তিন বছরের জন্য আবারো নিয়োগ পেয়েছেন তিনি। প্রকৌশলী তাকসিম এ খান বলেন, একসময় আমাদের লাভের পরিমান ছিল তিনশ কোটি টাকা তা বেড়ে এখন ১৪শ কোটি টাকা হয়েছে।
ঢাকা ওয়াসা ব্যবস্থাপনা পরিচালক সাউথ এশিয়ার বেশিরভাগ দেশেই সিস্টেম লস ৪০ শতাংশের ওপরে ছিল, আমাদেরও তাই ছিল ২০০৯ সালে। ঘুরে দাঁড়াও ঢাকা কর্মসূচির মাধ্যমে তা নামিয়ে এনেছি ২০ শতাংশে। তিনি বলেন, বর্তমানে দুটি মেগাপ্রকল্পের কাজ চলমান যা বাস্তবায়নের মাধ্যমে অচিরেই শেষ হবে রাজধানীবাসী পানি ও পয়োনিষ্কাশন সমস্যা। বর্তমানে আমাদের পানির পাঁচটা প্রকল্পের কাজ চলছে যার মধ্যে একটা আগেই করা ছিল, বাকী চারটা আমরা শুরু করেছি। এগুলোর প্রায় সবগুলোর কাজই শেষের পথে। এছাড়া আমরা সুয়ারেজ মাস্টার প্ল্যানের মাধ্যমে ঢাকা শহর একশতভাগ  পাইপ লাইন সুয়ারেজ নেটওয়ার্ক এর আওতায় আসবে।
ওয়াসাকে ডিজিটালাইজড করার ফলে পরিচালন ব্যয় কমেছে-দাবি বর্তমান ব্যবস্থাপনা পরিচালকের। এখন মিটার রিডিং ও ওয়েব বেজ করার কাজ চলছে বলে জানিয়েছেন তিনি।
ঘুরে দাঁড়াও ঢাকা কর্মসূচির মাধ্যমে ওয়াসাকে জবাবদিহির মধ্যে আনতে চান দীর্ঘমেয়াদে দায়িত্ব পালন করা তাকসিম খান। সেই সাথে তার বিরুদ্ধে ওঠা নানা অভিযোগকে তিনি অপপ্রচার হিসেবেই দাবি করেন। বর্তমানে চাহিদার বেশি পানি সরবরাহের দাবি ওয়াসার ব্যবস্থাপণা পরিচালক তাকসিম এ খানের।