কক্সবাজারে অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল ১ জনের, আহত ৭
দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ৭, ২০২৫, ১৭:৫৩ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
কক্সবাজারের রামুতে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত সাতজন। সোমবার (৭ এপ্রিল) দুপুর ২টার দিকে রামু-নাইক্ষ্যংছড়ি সড়কের কাউয়ারখোপ ইউনিয়নের পূর্বপাড়া এলাকায় মাস্টার তাজ উদ্দিনের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন গুরা মিয়া (৫৫), যিনি ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের খামার পাড়ার বাসিন্দা। তবে আহতদের নাম ও বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়দের বরাতে রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী জানান, নাইক্ষ্যংছড়ির দিক থেকে আসা একটি অটোরিকশা বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ এতটাই শক্তিশালী ছিল যে উভয় যানবাহন দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ ৮ জন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, যেখানে চিকিৎসক গুরা মিয়াকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত উভয় অটোরিকশা জব্দ করা হয়েছে এবং নিহতের মরদেহ রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি ইমন কান্তি চৌধুরী।