দেখতে সুন্দর মানুষ তুমি
মনটা হিংসার খনি।
তোমার মতো মানুষেরাই,
পঁচায় যে এ ধরণী।
সম্মুখে তুমি মহান সাজো,
পিছনে যে বদের রাজা।
তোমার জন্য নিশ্চয়ই আছে,
আখিরাতে কঠিনতর সাজা।
মিথ্যে বলায় শ্রেষ্ঠ তুমি,
শ্রেষ্ঠ গীবত করায়।
আবার তুমি ধার্মিকও বেশ,
প্রকাশ কথায় কথায়।
গ্রন্থ বলে মুনাফিকই,
তোমার যে আসল পরিচয়।
তোমার জন্য অশেষ ঘৃণা,
অন্য যে আর কিছু নয়।