• ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

তাহার জন্য

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২১, ১৮:২৯ অপরাহ্ণ
তাহার জন্য
সংবাদটি শেয়ার করুন...

তাহার জন্য

নূর পরী

আজ আমার ক্ষিপ্ত আকাশ তাহার প্রতি ক্ষেপে আছে।
আজ আমার উদাস বাতাস তাহার দিকেই বইছে ভেসে।
আজ আমার অঝোর শ্রাবন তাহার জন্য ঝড়ছে বেসে।
তাহার জন্য জীবন আবার রাঙাবো কিসে?

তাহার আলোয় বিশ্ব জুরে জ্বলুক,
তাহার রঙে বিশ্ব ছেয়ে রাঙুক।
এই বাসনায় আমার হৃদয় অটুট!
তাহার জন্য সর্বদা বিজয় মালা গাথুক!