• ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

সুবর্ণ মেঘের ছায়া প্রান্তে

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২১, ২১:০৫ অপরাহ্ণ
সুবর্ণ মেঘের ছায়া প্রান্তে
সংবাদটি শেয়ার করুন...

সুবর্ণ মেঘের ছায়া প্রান্তে
মাহবুব হোসেন

সব এলোমেলো। কিছুই সাজানো নেই।

যত্রতত্র পড়ে আছে সারা জীবনের

খুনসুটি, দীর্ঘ নিঃশ্বাসের গ্রন্থসম্ভার।

আমাদের সংগ্রহশালা স্থিত থাকে
ধুলোবালি মাখা পুরোনো অন্ধ মলাটে।
সেখানে নীরবে বাসা বাধে সোঁদা গন্ধ

আর পিছু সময়ের অবিনাশী কিছু

অণু পরমাণু, স্মৃতি জাগানিয়া সব
গোপনীয় কোড। দৃশ্যত এক ধূসর

ক্যানভাস, অবহেলায় পরিত্যক্ত। যেন

অসফল বিলাপের শিলালিপি আজ।

মাঝে মাঝে ঘুম ভাঙ্গে, আবার ঘুমের

ভানেই লুকিয়ে পড়ে নিরীহ মন্থনে।
দৃশ্যত পূর্ণ জীবনের নিঃশব্দ কতো
অনুরণন অপূর্ণ বোবা বিলাপের
সঙ্গী হয়ে বন্দি থাকে অদৃশ্য ছায়ার
বন্ধনে। ভালবাসি, নীরবে ভালবাসি
গভীরভাবে ভালবাসি অগোছালো সব
গ্রন্থসম্ভার, নিঃসঙ্গ অণু পরমাণু

পূর্ণতার সীমান্তে অপূর্ণতাই সত্য।
শুধু ইচ্ছেগুলো অন্ধ হয়ে বন্দি থাকে।
বন্দি থাকে সুবর্ণ মেঘের ছায়া প্রান্তে।।