• ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বসন্ত আসার আগে

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২১, ২০:৪২ অপরাহ্ণ
বসন্ত আসার আগে
সংবাদটি শেয়ার করুন...

বসন্ত আসার আগে
জাফর ওয়াজেদ
সোনালি রোদের ওম মেখে গায়ে বেশ তরতাজা
ফুলেদের সাথে খোশগল্পে মেতে শীতের আদুরে
রেণুর সম্মিলিত সোহাগে উপচে পড়ে আবেগ-
উচ্চতায় ভরপুর পীড়নে নেচে ওঠেন নানান মুদ্রা
ভঙ্গিতে বেশ মৌঁতাতে, খড়কুটো জ্বেলে তপ্ততাকে
কাছে পেতে উশখুশ বেশ ভাব আসে, মনে দ্বিধা দ্বন্দ্ব।
শেষ খড়কুটোটুকুও পুড়ে ছাই উষ্ণতায় শীতের তন্দ্রায়
নিরাপদ কেটেছে জীবন যার তার বুকের ভেতর গুমরে
ওঠে ঝাউবন নদীর জলে ভাসে হিংস্রতার নানা ধ্বনি
প্রতিধ্বনিত হয় কোষে কোষে ও রন্ধ্রে রন্ধ্রে পাখিদের
ঝাপটানো, আকাশের নীলিমায় তার চোখ ভেসে আসে।
বসন্ত আসার আগে রোদের উত্তাপ শুষে নিতে আজ
দেহমন বড় বেশি উৎসুকমুখর, বড় বেশি সাজ সাজ।