• ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বরিশালে কিশোরী ধর্ষণের দায়ে ৭২ বছরের বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০২২, ০৮:১৪ পূর্বাহ্ণ
বরিশালে কিশোরী ধর্ষণের দায়ে ৭২ বছরের বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক:

বরিশালে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের দায়ে ৭২ বছরের এক বৃদ্ধকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ইয়ারব হোসেন এ রায় ঘোষণা ক‌রেন। দণ্ডিত তোতা হাওলাদার মাদারীপুর জেলার কালকিনি উপজেলার কালকিনি গ্রামের মৃত সিরাজ উদ্দিন হাওলাদারের ছেলে।

গৌরনদীর দক্ষিণ বিল্লাগ্রামের বা‌সিন্দা ও মামলার বাদী এজাহা‌রে উল্লেখ করেন, আসামি তোতা হাওলাদার ২০১০ সালের ১০ জুন তার ১৪ বছরের মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রথমে বাড়ি থেকে ঢাকায় নিয়ে যান। ঘটনার সময় আসামি তোতার বয়স ছিল ৬০ বছর।

কিশোরীকে ঢাকায় নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি। এ ঘটনায় ওই বছরের ১৭ জুন মামলা দায়ের করেন ধর্ষিতার মা। ২০১০ সালের ৩১ জুলাই মামলার চার্জশিট দেন গৌরনদী থানার এস আই শাহ জালাল। পাঁচ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং অপহরণ মামলায় ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত। রায় শেষে আসামিকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।