Home বরিশাল পটুয়াখালী বাউফলে ভাড়াটে গ্যাংয়ের হামলায় আহত ৮

বাউফলে ভাড়াটে গ্যাংয়ের হামলায় আহত ৮

বাউফল প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে জোর করে ফসলী জমিতে ঘর তোলাকে কেন্দ্র ভাড়াটে সন্ত্রাসী গ্যাংয়ের সদস্যরা কেন্দ্র করে ৮ জনকে কুপিয়ে পিটিয়ে গুরুতর জখম করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকালে সদর ইউপির শান্তগ্রামে এই ঘটনা ঘটেছে। ঘটনাসূত্রে জানা যায়, সাংবাদিক কিংবা পুলিশের কাছে অভিযোগ দিলে প্রান হরণ করা হবে বলে হাসপাতালে গিয়ে শাসিয়েছে ওই যুবকরা। ওই গ্যাংদের বিরুদ্ধে বাউফল থানায়ও একাধিক অভিযোগ রয়েছে।

জানা গেছে, স্থানীয় জাহাঙ্গীর হাওলাদারের সাথে কালাম হাওলাদারের জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলামের মাধ্যমে শালিসি মিমাংসায় আপোষ নিস্পত্তি হয়। এর কয়েকদিন পরে জাহাঙ্গীর হালাদার বাউফল পৌর শহর থেকে কিছু লোকজন নিয়ে অন্য একটি ফসলী জমিতে ঘর উঠানোর চেষ্টা করে। ঘটনার সময় বাঁধা দিলে ভাড়াটে যুবক গ্যাংরা লিটন হাওলাদার (৩৫), আরিফ (২৫), সাগর (২০) ও ইউনুছ হাওলাদার (৫৫) কে কুপিয়ে যখম করে। ওই সময় তাদের বাঁচাতে গেলে বাবুল (৩০) জাহানারা (২২) ও হাসিনা (৫২) কে পিটিয়ে যখম করে ও গ্যাংরা। স্থানীয়রা তাদেরকে মুমুর্ষু অবস্থায় উদ্ধার করে বাউফল হাসপাতালে ভর্তি করেন।

জরুরী বিভাগের কর্মরত ডাক্তার নুরজাহান জানান, আহতদের প্রত্যকের মাথায় গুরুতর জখম হলেও সাগরের অবস্থা গুরুতর। তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর জন্য বলা হয়েছে।

এ বিষয়ে জাহাঙ্গীর হাওলাদার জানান, ভুলবোঝাবুঝির জন্য ঘটনাটি ঘটেছে। যুবকরা আমার মেহমান। আমরা বিষয়টি নিয়ে আপোষ মিমাংসা করবো। বাউফল থানার অফিসার ইনচার্জ আল মামুন জানান, ঘটনার সাথে সাথেই পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

গাজা-লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে  ৪৪ হাজার

দখিনের সময়  ডেস্কঃ গাজা-লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় প্রাণ গেছে ৮৮ ফিলিস্তিনির। খবর...

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

খালেদা জিয়ার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠান...

Recent Comments