Home খেলাধূলা মঈনকে নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে তসলিমা নাসরিন

মঈনকে নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে তসলিমা নাসরিন

দখিনের সময় ডেক্স:

মঈন আলি চেন্নাই সুপার কিংসের কাছে আবেদন করেছিলেন জার্সি থেকে যেন মদের বিজ্ঞাপন সরিয়ে নেওয়া হয়। তসলিমা নাসরিন চটেছিলেন এতে, করে বসেছিলেন টুইট। সেখানে এমন কী বললেন তিনি, যার কারণে চক্ষুশূল হলেন গোটা ইংল্যান্ড ক্রিকেট দলের? তসলিমা সেই টুইটে লিখেছিলেন, ‘মঈন আলি যদি ক্রিকেট না খেলতেন, তাহলে সম্ভবত সিরিয়ায় চলে যেতেন, আইসিসে যোগ দিতে।’ তাতেই যা হওয়ার হয়ে গেছে। আলোচনা-সমালোচনার ঝড় বয়ে গেছে চারিদিকে।

সে টুইটটা রিটুইট করে মঈনের সতীর্থ জফরা আর্চার রীতিমতো তসলিমার মানসিক স্বাস্থ্য নিয়েও প্রশ্ন তুলে বসেছেন। লিখেছেন, আপনি ঠিক আছেন? আমার তো মনে হচ্ছে না আপনি ঠিক আছেন!

মঈনের আরেক সতীর্থ বেন ডাকেট তো আরেক কাঠি সরেস। তিনি তার টুইটার অনুসারীদেরকে তসলিমার সে টুইটার অ্যাকাউন্ট রিপোর্ট করার আহবানও জানালেন। বললেন, ‘এই অ্যাপের এটাই সমস্যা। মানুষজন এসব কথা বলার সুযোগ পাচ্ছে। জঘন্য। এতে পরিবর্তন দরকার। দয়া করে এই অ্যাকাউন্টটাকে রিপোর্ট করুন।’ সুর মিলিয়েছেন স্যাম বিলিংস, সাকিব মাহমুদরাও। বিলিংস ডাকেটের মতোই রিপোর্ট করার আহবান জানিয়েছেন অনুসারীদের। সাকিব আঙুল তুলেছেন ব্যক্তি তসলিমা নাসরিনের ওপরও। তিনি লিখেছেন, ‘জঘন্য টুইট, জঘন্য ব্যক্তিত্ব’

এমন তোপের মুখে পড়ার পর তসলিমা অবশ্য সুর বদলেছেন। পরের এক টুইটে জানিয়েছেন, সেটা নেহায়েত একটা রসিকতা ছিল তার। লিখেছিলেন, ‘তারা ভালোভাবেই জানে যে আমার মঈন আলি কে নিয়ে করা টুইটটা রসিকতা ছিল। কিন্তু তারা এটাকে ইস্যু বানিয়ে আমাকে লজ্জা দিচ্ছে কারণ আমি মুসলিম সমাজকে ধর্মনিরপেক্ষতাবাদ শেখাতে চাই আর ইসলামী ধর্মান্ধতার বিরুদ্ধে অবস্থান নেই। মানবজাতির সবচেয়ে বড় ট্র্যাজেডি এটাই যে, অতি নারীবাদী বামেরাও নারীবিরোধী ইসলামিস্টদের সমর্থন দিয়ে যাচ্ছে। তবে এরপরও অবশ্য তিনি তোপের মুখ থেকে রক্ষা পাননি। আর্চার এ টুইটটাকেও রিটুইট করেছেন। লিখেছেন, ‘রসিকতা? কেউ আপনার রসিকতায় হাসছে না, এমনকি আপনিও হাসছেন না। আপনি কমপক্ষে এখন টুইটটা ডিলিট করতে পারেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

খালেদা জিয়ার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠান...

স্কলারশিপ-এ পাকিস্তানে পড়ার সুযোগ ১০০ বাংলাদেশি, প্রধানমন্ত্রীর অনুমোদন

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন দিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্কলারশিপে ১০০ বাংলাদেশিকে পাকিস্তানে পড়ার সুযোগ দেওয়ার বিষয়টির অনুমোদন দিয়েছেন। সংবাদমাধ্যম...

Recent Comments