দখিনের সময় ডেক্স:
আইপিএলে টানা দুই ম্যাচে হারের তিক্ততা পেল কলকাতা নাইট রাইডার্স। রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ৩৮ রানে হেরেছে তারা। ব্যাঙ্গালুরুর দেওয়া ২০৫ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে কলকাতার ইনিংস থেমে গেছে ৮ উইকেটে ১৬৬ রানে।
এই রান তাড়া করতে নেমে দলীয় ২৩ রানেই প্রথম উইকেট হারায় নাইটরা। নিতিশ রানা ফিরে যান ১৮ রান করে। এছাড়া শুভমান গিল করেন ২১ রান। রাহুল ত্রিপাঠীর ব্যাট থেকে আসে ২৫ রান। কলকাতার হয়ে কেউই বড় স্কোর গড়তে পারেননি।
তবে অধিনায়ক মরগ্যান এবং সাকিবের ৩১ বলে ৪০ রানের জুটি কিছুটা আশা জাগিয়েছিল। মরগ্যান ২৩ বলে ২৯ রানে ফিরলে তা ফিকে হয়ে যায়। ব্যাট হাতে এই ম্যাচে ভালো করতে পারেননি দিনেশ কার্তিকও। তিনি করেন মাত্র ২ রান।
বল হাতে ব্যর্থ সাকিব ব্যাট হাতে করেন ২৫ বলে ১ চার ১ ছক্কায় ২৬ রান। এছড়া আন্দ্রে রাসেল ২০ বলে ৩১ রান করেন।
ব্যাঙ্গালুরুর হয়ে জেমিসন ৩টি, চাহাল ও হার্শল প্যাটেল নেন ২টি করে উইকেট।
এর আগে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ব্যাঙ্গালুরু। ইনিংসের দ্বিতীয় ওভারেই অধিনায়ক বিরাট কোহলি ফিরে যান ৫ রানে। রাজত পাতিদরও টিকতে পারেননি। ১ রানে ফিরে যান তিনি।
তবে চাপ সমাল দিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। ৪৯ বলে ৭৮ রানের ঝড়ো ইনংস খেলেন ম্যাক্সওয়েল। এরপর ঝড় তোলেন এবি ডি ভিলিয়ার্স। ৩৪ বলে ৭৬ রানে অপরাজিত থাকেন তিনি।