
দখিনের সময় ডেক্স:
বিশ্ব এখন করোনার করালগ্রাসে বিপর্যস্ত। এই পরিস্থিতি যে কবে সম্পূর্ণ নিয়ন্ত্রণেআসবে, তা জানা নেই কারোই। তাইতো বাস্তবতা মেনে স্বাভাবিক জীবনে ফিরছে মানুষ, মাঠে ফিরছে খেলা। একে একে আয়োজিত হচ্ছে স্থগিত আসরগুলো। তবে অধিকাংশই দর্শকশূন্য গ্যালারিতে।
কিন্তু সে পথে হাঁটতে চায় না দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, ফুটবল বিশ্বকাপের এবারের আয়োজক কাতার। করোনাকে হারিয়ে দর্শকপূর্ণ গ্যালারিতেই বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা তাদের। সে লক্ষ্যেই দেশটি হাতে নিয়েছে মেগা প্রজেক্ট।
বিশ্বকাপের আগেই সংশ্লিষ্ট সবাইকেই দেয়া হবে কোভিডের ভ্যাকসিন। এখানেই শেষ নয়, বিভিন্ন দেশ থেকে আগত সব সমর্থকদেরও বাধ্যতামূলকভাবে নিতে হবে এই টিকা। যার ব্যবস্থাও করবে কাতার কর্তৃপক্ষ। আর এজন্য বিশেষ বাজেট ঘোষণা করেছে আয়োজকরা।
Post Views:
৭২