বরিশালের কৃতি সন্তান রিয়াজুল ইসলাম খান বুধবার(৩ মে) গভীর রাতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি অ-ইন্নাইলাইহে রাজেউন। তিনি জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল মহানগর জাতীয় পার্টির আহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলের মেঝ ভাই।
রিয়াজুল ইসলাম খান বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পেইন কেবিনে ভর্তি ছিলেন। লিভার মাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়ে গিয়েছিলো। এক পর্যায়ে তার খাওয়া দাওয়া পায়খানা-প্রসাব বন্ধ হয়ে যায়।
রিয়াজুল ইসলাম খানের মৃত্যুতে জাতীয় পার্টির নেতা এবং আসন্ন বিসিসি র্নিবাচনে মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস জাতীয় পার্টির পক্ষথেকে গভীর শোক প্রকাশ করেছেন।একই সাথে তিনি মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। শোকবানীতে ইকবাল হোসেন তাপস বলেন, আল্লাহ মরহুমের পরিবারকে এই শোক সহ্য করার তৌফিক দান এবং মরহুমকে জান্নাতবাসী করুন।