• ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

চলে গেলেন কৃষকলীগ নেতা আনসার আলী, প্রতিমন্ত্রীর শোক

দখিনের সময়
প্রকাশিত মে ৩১, ২০২৩, ১৯:১৮ অপরাহ্ণ
চলে গেলেন কৃষকলীগ নেতা আনসার আলী, প্রতিমন্ত্রীর শোক
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
চলে গেলেন কৃষকলীগ নেতা আনসার আলী হাওলাদার। বরিশাল জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সদর উপজেলার ১ নং রায়পাশা কড়াপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক মো: আনসার আলী হাওলাদার মঙ্গলবার(৩০ মে) গভীর রাতে শেষ নিঃশ্বাস তাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ বৃধবার (৩১ মে) ধর্মাদী মাদ্রাসা চত্বরে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে সর্বস্তরের মানুষসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতা কর্মী অংশ নেন। জানাজায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ।

দৈনিক দখিনের সময় অফিসে কৃষকলীগ নেতা আনসার আলী হাওলাদা। ফাইল ফটো

এদিকে আনসার আলী হাওলাদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ বরিশাল জেলা শাখার সহ-সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।