করোনার সাথে লড়াই করছে পুরো বিশ্ব, পাশাপাশি উন্নয়ন কাজও যাতে ব্যহত না হয় তা নিশ্চিত করতে হবে স্বাস্থ্য বিধি মেনে। লকডাউন শিথিল হলেও স্বাস্থ্য বিধি মানতে হবে কঠোরভাবে। সড়ক ও জনপথ বিভাগ বরিশাল জোনের কর্মকর্তাদের সাথে এক ভার্চুয়াল সভায় এসব কথা বলেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শ্রীলঙ্কা ক্রিকেটের দায়িত্বে থাকা মিডিয়া ম্যানেজার প্রসন্ন রদ্রিগো, মাঠকর্মীর করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে নিশ্চিত করেছেন ।
করোনা আক্রান্ত হলেও বড় ধরনের কোনো উপসর্গ ছিল না সেই মাঠকর্মীর। করোনা পজিটিভের পরপরই তাকে আইসোলেশনে পাঠানো হয়েছে। সেই মাঠকর্মী ছাড়াও তার সংস্পর্শে আসা আরও ৯ জনকে আইসোলেশনে পাঠানো হয়েছে।
এ প্রসঙ্গে রদ্রিগো জানান, ‘মাঠে প্রবেশের আগে আমরা নিয়মিত কোভিড পরীক্ষা করাই। সে পরীক্ষাতেই এক অস্থায়ী মাঠকর্মীর কোভিড শনাক্ত হয়। শনাক্ত হওয়ার পরপরই তাকেসহ আরও ৯ জনকে স্বাস্থ্যবিধি মেনে ব্যবস্থা নেওয়া হয়েছে।’