করোনার দ্বিতীয় ঢেউয়ে নাকাল ভারত। ভারতে বিভিন্ন হাসপাতালে অক্সিজেনের অভাবে করোনায় শ্বাসকষ্টে ভোগা রোগীদের ছবি ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। করোনা ঠেকাতে বিভিন্ন রাজ্য কিংবা শহরে চলছে কারফিউ। কিন্তু এর মধ্যেও আইপিএল চলছে ভারতজুড়ে। ব্যাপারটি অনেকের মনে প্রশ্ন জাগিয়েছে। তবে সরাসরি এটি নিয়ে কেউই কথা বলছিলেন না। কিন্তু এবার আইপিএল নিয়ে প্রশ্ন তুললেন অ্যাডাম গিলক্রিস্ট। টুইটারে টুইট করে আইপিএল নিয়ে কথা বলেছেন গিলক্রিস্ট।
গিলক্রিস্টের টুইটে একাত্মতা ঘোষণা করছেন অনেক নেটিজেনই। গিলক্রিস্টের প্রশ্ন, ‘এ মুহূর্তে ভারতে কোভিড পরিস্থিতি খুবই বাজে। এ অবস্থায় আইপিএল চালিয়ে যাওয়াটা কতটুকু ঠিক? নাকি এই আইপিএলই কঠিন সময়ে ভারতের মানুষকে কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে! যেটিই হোক ভারতীয়দের জন্য আমার শুভকামনা সব সময়ই থাকবে।’
গিলক্রিস্টের এ মন্তব্যে অনেকেই একাত্মতা ঘোষণা করে বিসিসিআইয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের সাফ কথা, এত মৃত্যু, এত আহাজারির মধ্যে আইপিএল আয়োজনের ব্যাপারটি খুবই গৌণ। মৃত্যুর মিছিলের মধ্যে ক্রিকেট উপভোগ করাটা যে বেশ কঠিন, সেটাও বলছেন নেট নাগরিকেরা। কোনো ভারতীয় সাবেক ক্রিকেটার বা ক্রিকেটু সংশ্লিষ্ট কেউ কেন এমন প্রশ্ন তুলছে না, সেটি নিয়েও সমালোচনা করছেন তারা।