• ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

আইপিএল: ব্যাঙ্গালুরুকে হারালো পাঞ্জাব

দখিনের সময়
প্রকাশিত মে ২, ২০২১, ০৩:৫৩ পূর্বাহ্ণ
আইপিএল: ব্যাঙ্গালুরুকে হারালো পাঞ্জাব
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেক্সঃ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে নিজেদের তৃতীয় জয় তুলে নিল পাঞ্জাব কিংস। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ৩৪ রানে হারিয়েছে পাঞ্জাব।

এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পাচে উঠে এল লোকেশ রাহুলের দল। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ব্যাঙ্গালুরু।

লোকেশ রাহুল ও ক্রিস গেইল ঝড়ে বড় সংগ্রহের দিকে যাচ্ছিল। তবে ২৪ বলে ৪৬ করে গেইল ফেরার পর পাঞ্জাবের ব্যাটিংয়ে ছন্দপতন। ডাক মেরে ফিরেছেন পুরান ও শাহরুখ।

তবে শেষ দিকে হারপ্রিত ব্রারের ২৫ ও অধিনায়ক রাহুলের ৫৭ বলে ৯১ রানের ঝড়ো ইনিংসে ১৭৯ রানের বড় সংগ্রহ পায় পাঞ্জাব। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দেবদূতের উইকেট হারায় ব্যাঙ্গালুরু।

এরপর হারপ্রিত ব্রারের স্পিন ঘূর্ণিতে উইকেট দিয়ে সাজঘরে  ফিরেছেন কোহলি, ম্যাক্সওয়েল ও ডি ভিলিয়ার্স। ৮ উইকেটে ১৪৫ রানে থামে ব্যাঙ্গালুরু। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন হারপ্রিত ব্রার।