Home শিক্ষা ক্যাম্পাস বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২ দিনব্যাপী সাইন্স ফেস্টের উদ্বোধন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২ দিনব্যাপী সাইন্স ফেস্টের উদ্বোধন

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বিজ্ঞান ভিত্তিক আকর্ষণীয় প্রতিযোগীতা ও ইভেন্ট নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাবের উদ্যেগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘বিইউ সায়েন্স ফেস্ট-২০২৩’ শিরোনামে বিজ্ঞান মেলা। ৩১ অক্টোবর এবং ১ নভেম্বর টানা ২ দিনের আয়োজনে থাকছে বিজ্ঞানভিত্তিক আকর্ষণীয় সব প্রতিযোগিতা। মঙ্গলবার (৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে সকাল ১০টায় এ আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন।
উদ্বোধনী অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ক্লাবের সভাপতি শেখ শাহনেওয়াজ জিমির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো ছাদেকুল আরেফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূইয়া, প্রক্টর ড. খোরশেদ আলম এবং বিজ্ঞান ক্লাবের উপদেষ্টারা।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, বিজ্ঞানের মত একটি বস্তুনিষ্ঠ ও প্রমাণিত বিষয় যত মানুষের কাছে পৌছে দেয়া যাবে তত মানুষ যৌক্তিক হবে, যুক্তিনির্ভর হবে, যৌক্তিক চেতনা ধারণ করতে শিখবে। বিজ্ঞান উৎসবের আয়োজকদের সাধুবাদ জানাই এ ধরণের কর্মসূচি বাস্তবায়ন করার জন্য। বরিশাল বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক পরিমন্ডলে তুলে ধরতে হলে শিক্ষা ও গবেষণা কার্যক্রম এবং সহ শিক্ষা কার্যক্রম ছাত্র শিক্ষকদের সমন্বয় করে চালিয়ে যেতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূইয়া বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ক্লাবের এই ইতিবাচক উদ্যোগের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়কে নানাভাবে পরিচয় ও পরিচিতি লাভ করানোর জন্য আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। আজ বাংলাদেশের ১০০ জন সেরা সায়েন্টিস্ট’র তালিকায় আমাদের বিশ্ববিদ্যালয়ের ২জন সেরা সায়েন্টিস্ট’র নাম রয়েছে। মানুষ পারেনা এমন কিছু নেই, আমাদের শিক্ষার্থীদের একটি কাজ যেভাবে তাদেরকে বিশ্বে পরিচিতি লাভ করায়, তেমনি বিশ্ববিদ্যালয়কেও পরিচিতি করায়।
উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাব কর্তৃক আয়োজিত দুইদিন ব্যাপী বিজ্ঞান মেলায় ৫ টি ফ্রি ইভেন্টসহ মোট ১১টি ইভেন্ট রয়েছে। ইভেন্টে বিজয়ীদের জন্য আকর্ষনীয় পুরষ্কার রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রনো ভাই রাজনৈতিক অবস্থান বদল করেননি

ছাত্রজীবনে রাজনৈতিক বিশ্বাস ও সম্পৃক্ততার সূত্রে বাম রাজনীতিকদের বিষয়ে বিশেষ শ্রদ্ধাবোধ লালন করে আসছি। এ ধারায় আশি-একাশি সালে পেশাগত জীবনের সূচনালগ্নে বাম নেতাদের সঙ্গে...

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ, আলোর যাত্রার সূচনায় রাজনীতি

দখিনের সময় ডেস্ক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ (শুক্রবার)। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর...

৬ তারিখে বাজেট দেবো, বাস্তবায়নও করবো : প্রধানমন্ত্রী

দখিনের সময় ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা ৬ তারিখে বাজেট দেবো। বাজেট আমরা ঠিক মতো দিতে পারবো, বাস্তবায়নও করবো। দেশি-বিদেশি নানা কারণে জিডিপি কিছুটা...

মাদকের নতুন ডিজি মোস্তাফিজুর, বরিশালের কৃতি সন্তান

দখিনের সময় ডেস্ক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব খন্দকার মোস্তাফিজুর রহমান। বর্তমানে তিনি গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্বে আছেন। মোস্তাফিজুর...

Recent Comments