বাংলাদেশ নারী ক্রিকেট দল আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ নিশ্চিত করতে চায়, আর সেজন্য তারা মিরপুরের স্পিনিং উইকেটে তিন বিভাগেই শক্তি প্রদর্শনের পরিকল্পনা করছে। প্রথম ম্যাচে জয়ের পরও, পেসার মারুফা আক্তার মনে করেন, কিছু জায়গায় আরও উন্নতি করার সুযোগ রয়েছে। তিনি বলেন, দলের ত্রুটিগুলো চিহ্নিত করে সেগুলোতে উন্নতি আনতে চান, যাতে দ্বিতীয় ম্যাচে আরও শক্তিশালীভাবে পারফর্ম করা যায়।মিরপুরে ইতিহাস গড়া ১৫৪ রানের জয় থেকে উদ্দীপ্ত বাংলাদেশের নারী ক্রিকেট দল। সর্বশেষ ওয়ানডেতে আয়ারল্যান্ডকে হারিয়ে তারা নারী ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের জয় রেকর্ড করেছে। এই ম্যাচের পর দলে যোগ হয়েছেন উইকেটরক্ষক ব্যাটার দিলারা আকতার, যিনি টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন।
দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ড ঘুরে দাঁড়াতে চাইলেও, বাংলাদেশের ক্রিকেটাররা তাদের হালকাভাবে নিচ্ছেন না। মারুফা আক্তার বলেন, “ওরা ঘুরে দাঁড়াতে চাইবে, তাই আমাদের আরও শক্তিশালীভাবে মোকাবিলা করতে হবে। আগের ম্যাচের ভুলগুলো শুধরে তাদের চাপ দিতে হবে।” দ্বিতীয় ম্যাচে সিরিজ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে, টাইগ্রেসরা ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং—সব বিভাগেই নজর দিচ্ছেন।
মারুফা আরও বলেন, “আত্মবিশ্বাস নিয়ে প্রথম ম্যাচ জিতেছি। সেই আত্মবিশ্বাস নিয়ে দ্বিতীয় ম্যাচেও জয় পেতে চাই, যাতে সিরিজ নিশ্চিত করা যায়।”