• ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আবারো ৪ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ১,১০১ জন

দখিনের সময়
প্রকাশিত নভেম্বর ৪, ২০২৫, ১৭:৫৯ অপরাহ্ণ
ডেঙ্গুতে আবারো ৪ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ১,১০১ জন
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
দেশে ডেঙ্গু পরিস্থিতি এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১,১০১ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রতিবেদনে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে ঢাকা উত্তর সিটিতে ২৪১ জন, দক্ষিণ সিটিতে ১৭৫ জন এবং সিটি করপোরেশনের বাইরের এলাকায় ২০৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১২৫ জন, বরিশালে ১৫১ জন, খুলনায় ৫৯ জন, রাজশাহীতে ৪৫ জন, ময়মনসিংহে ৭৫ জন, রংপুরে ১৯ জন ও সিলেটে ৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। গত একদিনে ১,০৭৭ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৭৩ হাজার ৯২৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৭০ হাজার ৫২৯ জন সুস্থ হয়ে ফিরেছেন এবং ২৯২ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছেন, এখনো মশার প্রজনন উপযোগী আবহাওয়া বিরাজ করছে, তাই সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতাই হতে পারে সবচেয়ে কার্যকর প্রতিরোধ।