• ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

মাথার একপাশে ব্যথা হওয়ার সম্ভাব্য কারণসমুহ

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ৩০, ২০২৫, ১৮:০৯ অপরাহ্ণ
মাথার একপাশে ব্যথা হওয়ার সম্ভাব্য কারণসমুহ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
অনেকেই মাথা ব্যথা হলে না ভেবে-চিন্তে ব্যথানাশক খেয়ে ফেলেন। কিন্তু মাথাব্যথা কোনো সাধারণ বিষয় নয়—এর ধরন ও অবস্থান অনেক সময় জানিয়ে দেয় শরীরে লুকিয়ে থাকা বড় কোনো সমস্যার ইঙ্গিত। তাই ব্যথার উৎস ও ধরন বুঝে ব্যবস্থা নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।
যেমন, মাইগ্রেনের ক্ষেত্রে সাধারণত মাথার একপাশ থেকে দপদপে ব্যথা শুরু হয়, যা পরে পুরো মাথা ও চোখের চারপাশে ছড়িয়ে পড়ে। দুশ্চিন্তা বা মানসিক চাপজনিত টেনশন হেডেক হয় পুরো মাথা জুড়ে, মনে হয় যেন কেউ মাথা শক্ত করে চেপে ধরেছে। ক্লাস্টার হেডেক সাধারণত চোখের পেছন দিক থেকে একপাশে ব্যথা তৈরি করে এবং নির্দিষ্ট সময় অন্তর হয়। আবার মাথার ভেতরে রক্তক্ষরণ বা ইনফেকশন হলে ব্যথা ছড়িয়ে পড়ে ঘাড় পর্যন্ত।
তাছাড়া চোখের পাওয়ার বাড়লে চোখের চারপাশে ও কপালে ব্যথা অনুভূত হয়, আর ব্রেন টিউমারের ক্ষেত্রে টিউমারের অবস্থান অনুযায়ী মাথার নির্দিষ্ট অংশে ব্যথা দেখা দেয়। তাই বারবার মাথা ব্যথা হলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি—কারণ প্রতিটি ব্যথার পেছনে লুকিয়ে থাকতে পারে ভিন্ন ভিন্ন কারণ ও জটিলতা।