দখিনের সময় ডেস্ক:
একজন স্থানীয় রাজনৈতিক নেতা বলেছেন, বাংলাদেশের মানুষ জাতি, ধর্ম বা সম্প্রদায় নির্বিশেষে একে অপরের সঙ্গে ঐক্যবদ্ধ থাকবে এবং কোনো ষড়যন্ত্র তাদের মধ্যে বিভাজন সৃষ্টি করতে পারবে না। তিনি আরও বলেন, এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অবিচল থাকবে, কারণ এখানে মানুষের মধ্যে ভালোবাসা ও সহাবস্থানকে সর্বোচ্চ মূল্য দেয়া হয়। এর বিপরীতে, প্রতিবেশী দেশে প্রায়ই সাম্প্রদায়িক দাঙ্গা ঘটে থাকে, যা সেখানে রাজনৈতিক অস্থিরতার বহিঃপ্রকাশ।
শনিবার (৭ ডিসেম্বর) সকালে বরিশাল শহরের একটি সংগঠনের আয়োজনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রায় এক হাজার সুবিধাবঞ্চিত মানুষকে শীতবস্ত্র প্রদান করা হয়।তিনি আরও অভিযোগ করেন যে, কিছু শক্তি দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, যা মূলত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাদের মতে, নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে কোনো অস্বাভাবিকতা দেখা দিলে দেশের জনগণ তা প্রতিহত করবে। এই নেতা দ্রুত জাতীয় নির্বাচনের আয়োজনের দাবি জানান এবং সব শ্রেণির মানুষকে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান।অনুষ্ঠানে সংশ্লিষ্ট সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।
Post Views:
৭