অনিয়মের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ার আহ্বান জানান সিইসির
দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২৫, ১৫:২৭ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনেরসময়ডেস্ক:
‘সঠিক তথ্যে ভোটার হবো, নির্বাচনে ভোট দিব’ প্রতিপাদ্য নিয়ে নির্বাচন কমিশন (ইসি) সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করেছে। সোমবার (২০ জানুয়ারি) সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, ভোটারদের নির্ভয়ে ভোট দিতে সক্ষম করাই নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য। জনগণের ভোটাধিকার রক্ষায় এবং অনিয়ম প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
নির্বাচন কমিশনার ব্রি. জে. (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্ভুল ভোটার তালিকা অপরিহার্য। এ কাজে হালনাগাদকারীদের সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন তিনি। অন্যদিকে কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার তথ্য সংগ্রহকারীদের সাহসিকতার সঙ্গে কাজ করার পরামর্শ দেন এবং জনগণের ভোটাধিকার রক্ষায় নিষ্ঠার ওপর জোর দেন। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, এই হালনাগাদ কার্যক্রমই আগামী জাতীয় নির্বাচনের প্রথম ধাপ, যা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব পালনকে আরও জোরালো করবে।
ইসির তথ্য অনুযায়ী, ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ভোটারদের তথ্য সংগ্রহ। যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে, তাদের অন্তর্ভুক্ত করা হবে। বায়োমেট্রিক নিবন্ধন ৫ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল এবং অন্যান্য সংশোধন ১২ ফেব্রুয়ারি থেকে ১৬ এপ্রিল পর্যন্ত চলবে। চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ২০২৬ সালের ২ মার্চ। এ পর্যন্ত ১৮ লাখের বেশি নতুন ভোটার যুক্ত হয়ে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটিরও বেশি। এ বিশাল কর্মযজ্ঞে ৬৫ হাজার প্রশিক্ষিত কর্মী নিয়োজিত রয়েছে, যারা ১.৫২ শতাংশ নতুন ভোটারকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে কাজ করবেন।