• ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

মাগুরায় শিশুর মৃত্যুতে অসহায় পরিবারের পাশে জামায়াত

দখিনের সময়
প্রকাশিত মার্চ ১৬, ২০২৫, ১৫:৫৮ অপরাহ্ণ
মাগুরায় শিশুর মৃত্যুতে অসহায় পরিবারের পাশে জামায়াত
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
মাগুরায় পাশবিক নির্যাতনের শিকার হয়ে মারা যাওয়া শিশুটির পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমান রোববার (১৬ মার্চ) সকালে ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। তিনি লিখেছেন, শিশুটির পরিবার চরম অসহায়ত্বের মধ্যে আছে, যেখানে বাবা মানসিক রোগী এবং পরিবারের আর কোনো উপার্জনক্ষম পুরুষ নেই। মানবিক কারণে জামায়াত এ পরিবারটির দায়িত্ব নিচ্ছে বলে তিনি জানান।
শিশুটির ওপর নৃশংস নির্যাতনের ঘটনা দেশজুড়ে তীব্র নিন্দার জন্ম দিয়েছে। জানা যায়, বড় বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে সে নির্মম নির্যাতনের শিকার হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, পরে ঢাকা মেডিকেল কলেজ, এবং অবশেষে সিএমএইচ-এ স্থানান্তর করা হয়। টানা কয়েকদিন লড়াইয়ের পর ১৩ মার্চ শিশুটি মারা যায় এবং সোনাইকুন্ডীতে দাফন সম্পন্ন হয়।
শনিবার (১৫ মার্চ) শিশুটির বাড়ি পরিদর্শনে যান জামায়াত আমির ডা. শফিকুর রহমান। সেখানে তিনি পরিবারের প্রতি সহানুভূতি জানান এবং সোনাতুন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশ নেন। তিনি বলেন, “আমরা চাই এই নির্মম হত্যার বিচার দ্রুত হোক। আমাদের সমাজে অপসংস্কৃতির যে জঞ্জাল তৈরি হয়েছে, তা দূর করতেই হবে। জামায়াত সবসময় নৈরাজ্য ও অপসংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার ছিল এবং থাকবে।”