• ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

জাগপার নিবন্ধন ফিরিয়ে দিতে হাইকোর্টের রায়

দখিনের সময়
প্রকাশিত মার্চ ১৯, ২০২৫, ১৬:২৯ অপরাহ্ণ
জাগপার নিবন্ধন ফিরিয়ে দিতে হাইকোর্টের রায়

ছবি: সংগৃহীত

সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-র নিবন্ধন ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নির্বাচন কমিশন (ইসি) কে দ্রুত এই সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি মোহাম্মদ উল্লাহ ও বিচারপতি ফয়েজ আহমেদের বেঞ্চ বুধবার (১৯ মার্চ) এ রায় ঘোষণা করেন। এর আগে, জাগপার নিবন্ধন বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে দলটি হাইকোর্টে রিট দায়ের করে। দলটির চেয়ারম্যান ব্যারিস্টার তাসমিয়া প্রধান শুনানিতে নেতৃত্ব দেন, যেখানে ভাইস চেয়ারম্যান রাশেদ প্রধানও উপস্থিত ছিলেন।
২০২১ সালের ১ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন (ইসি) ‘নিবন্ধনের শর্ত পূরণে ব্যর্থতার’ কারণ দেখিয়ে জাগপার নিবন্ধন বাতিল করে এবং এ বিষয়ে গেজেট প্রকাশ করে। দলটির নিবন্ধন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে জাগপা আইনি লড়াইয়ে যায়। অবশেষে হাইকোর্ট সেই সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে দলটির নিবন্ধন ফিরিয়ে দেওয়ার রায় দেন।
জাগপা ২০০৮ সালের জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশনের তালিকায় নিবন্ধিত হয় এবং প্রতীক হিসেবে বরাদ্দ পায় ‘হুক্কা’। কিন্তু নিবন্ধন বাতিলের পর রাজনৈতিক দল হিসেবে তাদের কার্যক্রম আইনি বাধার মুখে পড়ে। হাইকোর্টের রায়ের পর নির্বাচন কমিশন এখন দলটির নিবন্ধন পুনর্বহালের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।