• ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকার বাতাস বিষাক্ত, দিল্লির অবস্থা আরও ভয়ংকর!

দখিনের সময়
প্রকাশিত মার্চ ১৯, ২০২৫, ১৫:১৮ অপরাহ্ণ
ঢাকার বাতাস বিষাক্ত, দিল্লির অবস্থা আরও ভয়ংকর!
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণের কারণে বড় শহরগুলো ক্রমেই ভয়াবহ বায়ুদূষণের শিকার হচ্ছে। রাজধানী ঢাকাও সেই তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে। কয়েক সপ্তাহ ধরেই ঢাকার বাতাস স্বাস্থ্যঝুঁকির পর্যায়ে রয়েছে, যা জনজীবনের জন্য মারাত্মক হুমকি।
বুধবার (১৯ মার্চ) সকাল ৭টা ৫০ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২১২ একিউআই স্কোর নিয়ে ঢাকা বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। একই সময়ে ভারতের দিল্লি ২১৫ স্কোর নিয়ে প্রথম ও পাকিস্তানের লাহোর ২১৪ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। এছাড়া, বাহরাইনের মানামা ও সেনেগালের ডাকারও তালিকার শীর্ষ পাঁচে রয়েছে।
বায়ুর গুণমান সূচক (একিউআই) অনুযায়ী, ২০১-৩০০ স্কোরের বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর ওপরে গেলে তা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত হয়। এই মাত্রায় শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের বাইরে চলাফেরায় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়। দূষণের এই ভয়াবহ পরিস্থিতি নাগরিক স্বাস্থ্যকে মারাত্মকভাবে প্রভাবিত করছে, যা দীর্ঘমেয়াদে আরও বিপজ্জনক হতে পারে।