স্থানীয় সরকার বিভাগ থেকে ওয়ার্ড প্রশাসক নিয়োগের কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (১৯ মার্চ) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি বিষয়টি স্পষ্ট করেন। তার মতে, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনো সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তাই প্রশাসক নিয়োগের প্রসঙ্গই আসে না।
তিনি বলেন, দেশের জনগণ প্রতিদিনের নাগরিক সেবার জন্য স্থানীয় সরকারের ওপর নির্ভরশীল। কিন্তু সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ ও উপজেলা পরিষদসহ বিভিন্ন প্রশাসনিক স্তরে জনপ্রতিনিধি না থাকায় নাগরিক সেবায় ব্যাঘাত ঘটছে। এ অবস্থায় স্থানীয় সরকার নির্বাচন জরুরি হয়ে পড়েছে। তবে এখনো সরকার নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।
আসিফ মাহমুদ আরও বলেন, প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার পরিচালনার কোনো পরিকল্পনা নেই। বরং নির্বাচনের মাধ্যমেই জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। সঠিক নেতৃত্বের মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থা কার্যকর হলেই নাগরিক সেবা নিশ্চিত হবে।